পঞ্চগড়ে যাত্রা বিরতির দাবিতে দোলনচাঁপা এক্সপ্রেস আটকে রেললাইন অবরোধ করেছেন স্থানীয়রা। শনিবার (১৮ জানুয়ারি) সকালে প্রায় দুইঘণ্টা রেললাইনে দাঁড়িয়ে এ অবরোধ পালন করেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
Advertisement
অবরোধকারীদের অভিযোগ, বোদা-আটোয়ারী উপজেলার মানুষ ঢাকাসহ অন্যান্য গন্তব্যে যাওয়ার জন্য কিসমত স্টেশন ব্যবহার করেন। এ স্টেশনে দ্রুতযান এক্সপ্রেসটি ট্রেনটি দীর্ঘদিন ধরে বিরতি ছিল। রোববার (১৯ জানুয়ারি) থেকে ট্রেনটির যাত্রাবিরতি প্রত্যাহার করা হয়। এজন্য স্থানীয়রা ক্ষোভে লাল কাপড় টানিয়ে রেললাইন অবরোধ করেন।
আব্দুল করিম নামে স্থানীয় একজন বলেন, কিসমত স্টেশনে দ্রুতযান এক্সপ্রেসটির যাত্রাবিরতি প্রত্যাহার নয়। নিয়মিত চালু রাখা হয় সে দাবিতে আমরা অবরোধ করেছি। অবরোধের খবর শুনে ইউএনও ও পুলিশের সঙ্গে কথা বলেন।
এ বিষয়ে কিসমত রেলস্টেশন মাস্টার বজলুর রহমান বলেন, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটির বিরতি ছিল এ স্টেশনে। এখানে এটার দুই মিনিট বিরতি ছিল। সরকার বিরতি প্রত্যাহার করায় রেলস্টেশনে অবরোধ করে।
Advertisement
আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান বলেন, তাদের বক্তব্য লিখিত আকারে দিতে বলেছি। এটা পেলে ডিসি স্যারের কাছে দিব।
সফিকুল আলম/আরএইচ/এএসএম