রাজধানীর কাকরাইলে আঞ্জুমান জেড টাওয়ার নামের এক ভবনে রং করার সময় তিন তলা থেকে পড়ে এক যুবক মারা গেছেন। তাইজুল ইসলাম (৩৫) নামের এ যুবক মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা।
Advertisement
শনিবার (১৮ জানুয়ারি) সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুনএক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৪৬ শতাংশই স্কুলপড়ুয়াজাতীয় কবির নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, আইসিইউতে ভর্তিনিহতের সহকর্মী মো. দেলোয়ার বলেন, কাকরাইল মোড়ের আঞ্জুমান জেড টাওয়ারের তৃতীয় তলায় রং করার সময় উপর থেকে নিচে পড়ে যান তাইজুল। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
Advertisement
কাজী আল-আমিন/কেএসআর/জেআইএম