কিশোরগঞ্জের ভৈরবে ‘হাইব্রিড’ ডাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর করা হয়েছে।
Advertisement
শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ভৈরব শহরের চন্ডিবের হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড যুবদল নেতা সফিকুল ইসলাম (৪২), তার ছেলে রাতুল (২৭), সাবেক কাউন্সিলর বিএনপির নেতা আনার মিয়ার পক্ষের জসিম মিয়াসহ (৩৫) পাঁচজন। এদের মধ্য দুজনকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর ১২টার দিকে চন্ডিবের এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়। এ সময় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আক্তার মিয়ার পক্ষের লোকজন ও সাবেক সভাপতি আকবর মিয়ার ছেলে ওয়ার্ড যুবদল নেতা সফিকুল ইসলামের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সফিকুল ইসলামকে ‘হাইব্রিড’ নেতা বলে স্লোগান দিলে সংঘর্ষে বেধে যায়।
Advertisement
এ বিষয়ে হাজী মো. আক্তার মিয়া বলেন, বাগবিতণ্ডা নিয়ে হঠাৎ সফিকুল ইসলামের লোকজনের সঙ্গে আমাদের লোকজনের মধ্য জামেলা সৃষ্টি হয়েছে। ঘটনাটি বিএনপির নেতৃবৃন্দ এসে মীমাংসা করে দেন। পুনরায় তারা সংঘর্ষে লিপ্ত হন।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রেজিনা পারভীন জানান, মারামারি ঘটনায় পাঁচজন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজীবুল হাসান/আরএইচ/এএসএম
Advertisement