একুশে বইমেলা

আসছে আহমেদ শিমুর উপন্যাস ‘ঘর ভরা দুপুর’

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে আহমেদ শিমুর নতুন উপন্যাস ‘ঘর ভরা দুপুর’। বইটি প্রকাশ করছে অনুজ প্রকাশন। প্রচ্ছদ করেছেন আশরাফুল ইসলাম।

Advertisement

প্রকাশক জানান, ‘ঘর ভরা দুপুর’ বইটি মেলায় এশিয়া পাবলিকেশনের স্টলে পাওয়া যাবে। এ ছাড়া রকমারিসহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকেও সংগ্রহ করতে পারবেন। বইটির মলাট মূল্য ৩২০ টাকা।

‘ঘর ভরা দুপুর’ সামাজিক থ্রিলার উপন্যাস। লেখক এ উপন্যাসে সফলতা আর ব্যর্থতার গল্প বুনেছেন।

আরও পড়ুন আসছে ম্রো আদিবাসীদের প্রতিচ্ছবি ‘লিটল মাস্টার’ আসছে ইলমা বেহরোজের ‘শৈলচূড়ায় চাঁদের হাসি’

বইটি সম্পর্কে আহমেদ শিমু বলেন, ‘অর্থনৈতিক স্বাধীনতা মানুষকে যে নিরাপত্তা দেয়; সেটি নিকট আত্মীয়-স্বজনও দিতে পারে না। বইয়ে যে চরিত্রগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে; তারা কেউ সফল, কেউ দুঃখী আবার কেউ রহস্যময়ী।’

Advertisement

আহমেদ শিমু গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে সম্পদ ব্যবস্থাপনা ও উদ্যোক্তা বিভাগে স্নাতকোত্তর শেষ করেন। ‘শেষ পৃষ্ঠা’, ‘অদৃশ্য দেয়াল’, ‘স্পর্শিতা', ‘দর্পণ’, ‘দ্য ব্ল্যাক চ্যাপ্টার অব লাইফ’ এবং ‘অচেনা পথে চেনা মানুষ’ তার প্রকাশিত বই।

এসইউ/এএসএম