অর্থনীতি

বিদ্যুৎ সাশ্রয়ে এলইডি ল্যাম্পের স্ট্যান্ডার্ড করছে বিএসটিআই

বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি প্রাধান্য দিয়ে কম বিদ্যুতে বেশি আলো উৎপন্ন হয় এমন এলইডি ল্যাম্পের স্ট্যান্ডার্ড প্রণয়ন করতে যাচ্ছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিটিউশন (বিএসটিআই)।

Advertisement

এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘মিনিমাম এনার্জি পারফর্মেন্স স্ট্যান্ডার্ডস (এমইপিএস) ফর এলইডি অ্যান্ড লুমিনারিজ’ বিষয়ে টেকনিক্যাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এমইপিএস স্ট্যান্ডার্ড নিয়ে সেমিনারের টেকনিক্যাল সেশনে বিএসটআইর সংশ্লিষ্ট টেকনিক্যাল কমিটির সদস্যরা দেশে এলইডি ল্যাম্প উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা তাদের মতামত দেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ক্ল্যাসপ ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নুর এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম, বিএসটিআইয়ের পরিচালক (মান) মো. সাইদুল ইসলাম এবং বিএসটিআই’র বিদ্যুৎ বিষয়ক মান প্রণয়ের লক্ষ্যে গঠিত টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. ওমর ফারুক।

Advertisement

এনএইচ/এমএএইচ/জেআইএম