অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হলো তরুণ লেখক এম এম উজ্জ্বলের প্রথম উপন্যাস ‘অনন্ত সংগ্রাম’। বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। প্রচ্ছদ করেছেন জারিফ।
Advertisement
প্রকাশক জানান, ‘অনন্ত সংগ্রাম’ সমকালীন সামাজিক-থ্রিলার উপন্যাস। বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। এরই মধ্যে রকমারিতে বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে।
বইটির ভূমিকা লিখেছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।
আরও পড়ুনআসছে কিঙ্কর আহ্সানের উপন্যাস ‘আরব’আসছে কথাসাহিত্যিক শফিক রিয়ানের ‘বিসর্জন’লেখক এম এম উজ্জ্বল বলেন, ‘ভাগ্য পরিবর্তনে ঢাকায় আসা গ্রামের সহজ-সরল মেধাবী শিক্ষার্থীর করুণ পরিণতি, গেস্ট রুম অপসংস্কৃতি, ছাত্র সংগঠনের নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন, যৌক্তিক দাবি আদায়ে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে নৃশংস হামলা, মেস জীবনে নানা অনাচার, প্রবাসী স্বামীর মানসিক নিগ্রহের শিকার ছাত্রীর অপ্রকাশিত প্রেমের মানসিক দ্বন্দ্বের জটিল সমীকরণ নিয়ে এগিয়েছে গল্প।’
Advertisement
এম এম উজ্জ্বল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আশুতিয়া গ্রামে ১৯৯৪ সালের ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই নিয়মিত জাতীয় দৈনিকে গল্প, প্রবন্ধ, কলাম লেখেন। বর্তমানে সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত।
এসইউ/জেআইএম