বিবিধ

সাড়ে ৪ শতাধিক কম্বল বিতরণ করলো লণ্ঠন

 

‘রাখবো না তোমাদের কুয়াশার চাদরে, শীতবস্ত্র বিলিয়ে দেব আদরে আদরে’—এ স্লোগানকে সামনে রেখে প্রায় সাড়ে ৪ শতাধিক অসহায়, দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লণ্ঠন। ১৭ জানুয়ারি সকালে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ হলরুমে এ কম্বল বিতরণ করা হয়।

Advertisement

সেচ্ছাসেবী সংগঠন লণ্ঠনের সভাপতি সাইফুল আলম সজলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাসিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কালকিনির উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, ‘শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেচ্ছাসেবী সংগঠন লণ্ঠনকে ধন্যবাদ জানাই। সামনের দিনগুলোতেও এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াবে সংগঠনটি। একইসঙ্গে সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’

আরও পড়ুন‘চ্যানেল আই সেরা উদ্যোক্তা’ পুরস্কার পেলেন আহমেদ বিন সজিবঅপুষ্টি প্রতিরোধে সাজেদা ফাউন্ডেশনের সঙ্গে কাজ করবে আইএসডি

লণ্ঠনের সভাপতি সাইফুল আলম সজল বলেন, ‘২০১৪ সালে যাত্রা শুরু করে সেচ্ছাসেবী সংগঠন লণ্ঠন। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় দরিদ্রদের ঈদসামগ্রী বিতরণ, বন্যার্তদের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের প্রতিযোগিতা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করে আসছে সংগঠনটি। মূলত স্বেচ্ছাসেবীদের নিজস্ব অর্থায়নে সংগঠনটি পরিচালিত হয়। ভবিষ্যতেও এমন মানবিক কাজ চালিয়ে যাবে লণ্ঠন।’

Advertisement

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য তনায়া মাহবুব বেনজির, মো. আজাদ সরদার, জাফর হোসেন, মো. আসিফ হোসেন, লিখন হোসেন, ফয়সাল হোসেন, সাকিল বেপারি, আলামিন, তানবির মোল্লা, আল হাসান, আকাশ, ইমরান হোসেন রূপম, তানহা, মারজিয়া, সুমাইয়া, শান্তা প্রমুখ।

এসইউ/জেআইএম