লক্ষ্মীপুরে রহমতখালী খালের স্লুইসগেটের নিরাপত্তায় দুই পাশে সরকারি জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
Advertisement
কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) নিরাপত্তা নির্দেশনায় স্লুইসগেটের (রেগুলেটর) দুই পাশে ৩০ মিটার এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
মঙ্গলবার (২৪ জুন) সকালে সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় রহমতখালী চ্যানেলের রেগুলেটর এলাকায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এতে সেনাবাহিনী, পুলিশ, আনসার সদস্যরা সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট শিব্বির আহমেদের নেতৃত্বে এ অভিযানে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ফারিয়া আজাদ আনিকা ও শাখা কর্মকর্তা শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
Advertisement
প্রশাসন জানায়, গত ২১ এপ্রিল রেগুলেটর এলাকা থেকে অবৈধ দখলদারদের ১৫ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশনা দিয়ে নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা সরিয়ে নেননি। কেপিআই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে রেগুলেটর সংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ বলেন, সরকারি জায়গা দখল করে গড়ে তোলা স্থাপনাগুলো কোনোভাবেই রাখার সুযোগ নেই। পর্যায়ক্রমে অন্য জায়গাগুলো দখল মুক্ত করা হবে।
কাজল কায়েস/এসআর/এএসএম
Advertisement