বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
ইরানে ‘শাসনের পরিবর্তন’ চায় না যুক্তরাষ্ট্র: সুর বদল ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানে ‘শাসনের পরিবর্তন’ চান না। কারণ এটি অঞ্চলজুড়ে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি শাসন পরিবর্তনের পক্ষে নই। তাতে আরও বিশৃঙ্খলা তৈরি হবে।
ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ: ইরানে হামলা থেকে বিরত থাকার আশ্বাসযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালানো থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে গাজাকেও অন্তর্ভুক্ত করার দাবিইরান-ইসরায়েল সংঘাতে যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের রামাল্লাভিত্তিক কর্তৃপক্ষ। সেই সঙ্গে, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসন থামানোরও দাবি জানিয়েছে তারা।
Advertisement
ইরানে আর কোনো হামলা হবে না: ট্রাম্পের ঘোষণাইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক হামলা চালানো হবে না বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৪ জুন) নিজস্ব সামাজিকমাধ্যম সোশ্যাল ট্রুথে এ সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি।
ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ট্রাম্প!ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে ফের মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেন, দুই পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তবে ইসরায়েলের আচরণ তাকে বিশেষভাবে ক্ষুব্ধ করেছে।
ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৬১০, আহত প্রায় ৫ হাজারটানা ১২ দিনের ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা অন্তত ৬১০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ৪ হাজার ৭৪৬ জন। মঙ্গলবার (২৪ জুন) এসব তথ্য জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইরানের কারাগারে ইসরায়েলি হামলা ‘আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন’: জাতিসংঘইরানের রাজধানী তেহরানের প্রসিদ্ধ এভিন কারাগারে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। গত সোমবারের (২৩ জুন) এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের ‘গুরুতর লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে সংস্থাটি।
Advertisement
ট্রাম্পের ইরানে হামলা যুক্তরাষ্ট্রের আইনে কতটা বৈধ?যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহান্তে ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দেওয়ার পর ডেমোক্র্যাটদের পাশাপাশি তার নিজের দলের অনেক আইনপ্রণেতাও এই সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘকে কাতারের চিঠিকাতারে যুক্তরাষ্ট্র পরিচালিত আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে কাতার।
আগ্রাসন হলে জবাব দেওয়া হবে: ইরানের নতুন সতর্কতাইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা শীর্ষ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, পরবর্তী সময়ে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান একটি সিদ্ধান্তমূলক, দৃঢ় ও সময়োপযোগী প্রতিক্রিয়া দেখাবে।
ট্রাম্প ‘মিনতি’ করেছিলেন, যুদ্ধবিরতি প্রসঙ্গে ইরানইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ইরনা নিউজ জানিয়েছে, কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সফল’ হামলার পর এই যুদ্ধবিরতি ইসরায়েলের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
যুদ্ধবিরতির জন্য ইসরায়েল ও ইরানের সঙ্গে যোগাযোগ করেছিল কারা?নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউজের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, সোমবার (২৩ জুন) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের যুদ্ধবিরতির প্রসঙ্গ তোলেন। আর তার প্রশাসনের অন্য কর্মকর্তারা ইরানের সঙ্গে কথা বলেন বলেও ওই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কেএএ/এএসএম