দেশজুড়ে

গ্রাম আদালতে ১৭ মাসে ৮৫৬ মামলা, নিষ্পত্তির হার ৯৩.৮১ শতাংশ

গ্রাম আদালতে ১৭ মাসে ৮৫৬ মামলা, নিষ্পত্তির হার ৯৩.৮১ শতাংশ

গাজীপুরে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৫ জুন) গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন।

গাজীপুর স্থানীয় সরকার উপপরিচালক আহমদ হোসেন ভূঁইয়ার সভাপতি কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মুনতাসির বিল্লাহ।

কর্মশালায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করা হয়।

Advertisement

কর্মশালায় জানানো হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মে পর্যন্ত ১৭ মাসে গাজীপুর জেলার পাঁচটি উপজেলার ৩৯টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা হয় মোট ৮৫৬টি। মামলা নিষ্পত্তির হার ৯৩.৮১ শতাংশ। বাস্তবায়িত সিদ্ধান্তের হার ৭১.৩৬ শতাংশ। মোট ক্ষতিপূরণ আদায় হয় ১৮ লাখ ৮৮ হাজার ৯০৫ টাকা। এরমধ্যে নারী আবেদনকারী ছিলেন ২৪৩জন। বিচার প্রক্রিয়ায় নারী অংশগ্রহণকারী ছিলেন ২২ শতাংশ। আর উচ্চ আদালত থেকে গ্রাম আদালতে পাঠানো হয় ৩১৬টি মামলা।

কর্মশালায় আরও জানানো হয়, বিচার ব্যবস্থায় বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রবেশাধিকার নিশ্চিতকরণে অবদান রাখছে গ্রাম আদালত।

এই প্রকল্পের সহযোগিতা করছে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশ সরকার।

কর্মশালায় স্থানীয় সরকারের সহকারী পরিচালক মো. মুশফিক-উল-আলম ও জেলা ব্যবস্থাপক (বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প) সাবিনা ইয়াসমীন উপস্থিত ছিলেন।

Advertisement

মো. আমিনুল ইসলাম/এসআর/এমএস