দেশজুড়ে

মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, আটজনের কারাদণ্ড

মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

Advertisement

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে আলোকদিয়া চর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় একটি কাঁটার ও বাল্কহেড জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় কোস্টগার্ড, আনসার সদস্যরা সহযোগিতায় ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— ড্রেজারে থাকা কর্মচারী পিরোজপুর সদর উপজেলার মাটিভাঙা গ্রামের বাসিন্দা রিয়াজ শেখ (২৩), পটুয়াখালী সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মো. ইউনুছ (৩৮), বরিশালের পাথরঘাটা উপজেলার রেজাউল করিম (২৭), রাজবাড়ি সদর উপজেলার চর ধূসচি গ্রামের মোক্তার (৬০), মুন্সিগঞ্জ সদর চর কুমুরিয়া গ্রামের আনোয়ার হোসেন (৪৩) ও পিরোজপুর সদর গগন গ্রামের আক্তার হোসেন। বাল্কহেডে থাকা লক্ষ্মীপুর সদর উপজেলার সিক্ষাগ্রামের বাসিন্দা সাহ আলমের ছেলে জসিম উদ্দিন (৪৬) ও একই উপজেলার চরকাদিরা গ্রামের ফারুকের ছেলে ইমান হোসেন (১৭)।

Advertisement

জানা গেছে, বিগত সরকারের আমলে উপজেলার তেওতা ইউনিয়নের দক্ষিণ তেওতা মৌজাস্থ যমুনা নদীর প্রায় ১০ একর জায়গায় বালু উত্তোলনের জ্য ইজারা হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশারের মেসার্স তাকদিক এন্টারপ্রাইজ এ ইজারা নেয়। তবে প্রতিষ্ঠানটি নির্দিষ্ট জায়গার পরিবর্তে তিন কিলোমিটার উত্তরে অবৈধ ড্রেজিং চালিয়ে মাটি কেটে নিচ্ছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ আহম্মেদ বলেন, পদ্মা-যমুনায় অবৈধ ড্রেজার বাণিজ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হয়ে আসছে। এক মাসে তিন দফা অভিযানে জড়িতদের বিরুদ্ধে সাড়ে চার লাখ টাকা জরিমানা আদায় ও দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। আজ আরও আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও দুটি ড্রেজার ও বাল্কহেড জব্দ করা হয়েছে। এমন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

মো. সজল আলী/এমআরএম

Advertisement