যেন অজেয় এক দল হয়ে গেছে রংপুর রাইডার্স। একের পর এক ম্যাচ জিতেই চলেছে তারা। আজ (শুক্রবার) হারালো টানা চার ম্যাচ জিতে হাওয়ায় উড়তে থাকা চিটাগং কিংসকে।
Advertisement
ঘরের মাঠের চিটাগংকে ৩৩ রানে হারিয়ে টানা অষ্টম জয় তুলে নিলো নুরুল হাসান সোহানের দল। এই জয়ে সবার আগে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর।
আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুশদিল শাহর ২৬ বলে ফিফটিতে ভর করে ৭ উইকেটে ১৬৪ রানের সংগ্রহ গড়ে টস হেরে ব্যাট করতে নামা রংপুর। জবাবে ৮ উইকেটে ১৩১ রানে থামে চিটাগং।
৮ ম্যাচের সবকটি জিতে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর। ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তিনে চিটাগং কিংস। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে থাকায় দুইয়ে উঠে এসেছে ফরচুন বরিশাল। ৭ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে চারে দুর্বার রাজশাহী।
Advertisement
এমএমআর/এমআরএম