বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে, মায়ের জন্য দোয়া করার জন্য।
Advertisement
বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাতে দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন মায়ের কাছে যাওয়ার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
গত ৮ জানুয়ারি থেকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
রাত ১১টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, তিনি (জাহিদ হোসেন) বলেছেন চেয়ারপার্সনের চিকিৎসার বিষয় বলার মতো কোনো সিদ্ধান্ত হলে জানাবো। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা চলেছে।
Advertisement
এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে যুক্তরাজ্যের পূর্বলন্ডনের ব্রিকলেন মসজিদে এই কর্মসূচি পালিত হয়। যুক্তরাজ্য বিএনপি এ কর্মসূচি পালন করে।
এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক বলেন, হাসিনা সরকার আমাদের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল। তাকে চিকিৎসা না দিয়ে জেলে আটক রেখেছিল।
তিনি বলেন, গত ৮ জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে আসার পর তিনি পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন। ডাক্তাররা তার ভালো চিকিৎসা দিচ্ছেন। আমরা তার জন্য দোয়া করছি।
তিনি আরও বলেন, প্রতিবার যখন আমাদের নেত্রী লন্ডন আসতেন তখন আমরা সভা, সমাবেশ ও মতবিনিময় করতাম। এবার তার অসুস্থতার কারণে আমরা সেটা করতে পারিনি। সেজন্য আমরা তার রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মোনাজাত কর্মসূচি পালন করছি। আমরা দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই।
Advertisement
এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।
কেএইচ/এমআরএম