দেশজুড়ে

বাংলাবাজার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলাবাজার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Advertisement

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার মৌলারপাড় এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটকরা হলেন- ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার ডালিয়াবস্তি গ্রামের ভূপেন্দ গারোর দুই ছেলে মালুছ গারো ও করল গারো। সম্পর্কে তারা আপন দুই ভাই।

আরও পড়ুন:১৮ কেজি ইলিশসহ ভারতীয় আটক রাজশাহী সীমান্ত থেকে দুই ভারতীয় আটক 

ভারতীয় নাগরিক আটকের বিষয়টি শুক্রবার রাতে জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

Advertisement

তিনি বলেন, দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের দায়ে ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়েছে। তারা দুই ভাই বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কাজ চলছে।

লিপসন আহমেদ/এমআরএম