আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৭ জানুয়ারি ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলে পদত্যাগ করার হুমকি ইসরায়েলি মন্ত্রীর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করার হুমকি দিয়েছেন ইসরায়েলের কট্টরপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিনি এ হুঁশিয়ারি দেন।

যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে বৈঠকে বসছে ইসরায়েল

Advertisement

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে চূড়ান্ত অনুমোদন দিতে বৈঠকে বসছে ইসরায়েলের মন্ত্রিসভা। শুক্রবার (১৭ জানুয়ারি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

যুক্তরাজ্য-ইউক্রেনের ১০০ বছরের ‘যুগান্তকারী’ চুক্তি

ইউক্রেনের সঙ্গে ১০০ বছরের অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে কিয়েভকে আরও সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাছাড়া ইউক্রেনের মিত্রদের সঙ্গেও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

২০ বছর মেয়াদি কৌশলগত চুক্তি করতে রাশিয়ায় ইরানের প্রেসিডেন্ট

Advertisement

দুই দেশের মধ্যে কৌশলগত চুুক্তি করতে রাশিয়া সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চুক্তির পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

টানা তৃতীয় বছরে জনসংখ্যা কমলো চীনে

চীনে টানা তৃতীয় বছরে জনসংখ্যা কমেছে। কারণ দেশটিতে জন্মহারের চেয়ে মৃত্যু বেশি। বিশেষজ্ঞরা জানিয়েছে, আসন্ন বছরগুলোতে এই সংকট আরও প্রকট হতে পারে।

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শি জিন পিংকে আমন্ত্রণ, নাম নেই মোদীর

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি এই শপথ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট থেকে শুরু করে বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান ও রাজনীতিবিদকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে এই তালিকায় নাম নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন

ইসরায়েলের মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। যা ১৯ জানুয়ারি থেকে কার্যকর করা হবে।

শেষ সময়ে আরও আড়াই হাজার অপরাধীর সাজা কমালেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে যাচ্ছেন জো বাইডেন। ২০ জানুয়ারি তার স্থলাভিষিক্ত হবেন ডোনাল্ড ট্রাম্প। তবে বিদায় নেওয়ার আগে অন্যান্য পদক্ষেপের পাশাপাশি অনেক অপরাধীকে ক্ষমা ও সাজা কমিয়ে দিয়েছেন বাইডেন।

শেষ সময়ে আরও আড়াই হাজার অপরাধীর সাজা কমালেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে যাচ্ছেন জো বাইডেন। ২০ জানুয়ারি তার স্থলাভিষিক্ত হবেন ডোনাল্ড ট্রাম্প। তবে বিদায় নেওয়ার আগে অন্যান্য পদক্ষেপের পাশাপাশি অনেক অপরাধীকে ক্ষমা ও সাজা কমিয়ে দিয়েছেন বাইডেন।

এমএসএম/এএসএম