বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে জাতীয় নির্বাচনের মাধ্যমে।
Advertisement
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এসময় নজরুল ইসলাম খানসহ বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন সংসদের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকারনজরুল ইসলাম খান বলেন, লুৎফুজ্জামান বাবর আমাদের সহকর্মী। তিনি ১৭টি বছর কারাগারের অন্ধকুঠুরিতে জীবনযাপন করতে বাধ্য হয়েছিলেন। তিনি নিরপরাধ প্রমাণিত হয়ে আজ মুক্ত হয়েছেন। তাকে মিথ্যা মামলায়, অন্যায়ভাবে ও রাজনৈতিক প্রতিহিংসায় কারাগারে রাখা হয়েছিল। এসময় তিনি মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেন।
Advertisement
বিএনপির এ জ্যেষ্ঠ নেতা আরও বলেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ১৬ বছর ধরে অবিরাম লড়াই করেছে বিএনপি। এর ধারাবাহিকতায় ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের লড়াইয়ের একটা পর্যায় অতিক্রম করেছি। ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে। স্বৈরাচার পতনের যে এক দফা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সেটির জন্য আমরা এখন কাজ করছি।
তিনি বলেন, ভবিষ্যতে কেউ যেন এভাবে নিপীড়ন-নির্যাতনের শিকার না হয়, সেজন্য গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ গড়তে চাই।
আরও পড়ুন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিতনজরুল ইসলাম খান বলেন, আপনারা জানেন ইতিহাস কিভাবে বারবার আমাদের সামনে আসে। আমরা গণতন্ত্রের আশায় মুক্তিযুদ্ধ করেছিলাম। লাখো মানুষ জীবন দিয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের পর যারা দায়িত্বে ছিলেন তারা কয়েক বছরের মধ্যে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেন। সেই একদলীয় শাসনের কবরের ওপর বহুদলীয় বাগান তৈরি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
কেএইচ/এমকেআর/জিকেএস
Advertisement