দেশজুড়ে

৭ ছাত্রীকে পিটিয়ে আহত করায় প্রধান শিক্ষকের ওপর হামলা

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সাত ছাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। আহত শিক্ষার্থীরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Advertisement

এ ঘটনায় ওই শিক্ষকের ওপর হামলার চালিয়েছেন উত্তেজিত এলাকাবাসী। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাতি জানায়, বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে নাচের অনুশীলন চলছিল। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন এসে তাকেসহ ৬-৭ জনকে পিটিয়ে আহত করেন। ছাত্রীরা বুঝিয়ে বলার পরও তিনি বেত নিয়ে পেটাতে থাকেন।

Advertisement

শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, বুধবার (১৫ জানুয়ারি) প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে তাদের সন্তানদের বেধড়ক পেটানো হয়েছে।

এদিকে আহত প্রধান শিক্ষককে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে। পরে গাড়ির মধ্যেই পদত্যাগপত্রে সই করেন ওই শিক্ষক।

ঝালকাঠি সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুলতানা সোনিয়া বলেন, ছয়জন ছাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তারা মানসিকভাবে শক পেয়েছে। তাদের অবজারভেশনে রাখা হয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ওই শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

আতিকুর রহমান/এসআর/জেআইএম