বোলিং যেমন-তেমন, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যাটিংটাই ভালো করতে পারেনি ভারত। যে কারণে সিরিজ শেষ হওয়ার ব্যাটিং নিয়েই নানান মেথডে গবেষণা চালাচ্ছে বিসিসিআই। হেড কোচ গম্ভীবের সঙ্গে বিশেষ মিটিংও সেরেছে। কেন রোহিত শর্মা ও বিরাট কোহলিরা ব্যাট হাতে ভালো করতে পারলেন না, সে প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছে টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফদের মাথায়।
Advertisement
নিজের দার্শনিক ভাবনায় গম্ভীর বুঝতে পারেন, ব্যাটিংয়ে দলকে চিরচেনা রূপে ফেরাতে নতুন সাপোর্ট স্টাফ দরকার। ভারতীয় দলের হেড কোচের সে উপলব্ধি ব্যাটিং কোচকে নিয়ে। এরপর বিসিসিআইয়ের কর্তাদের কাছে রোহিতদের জন্য নতুন কোচ নিয়োগের অনুরোধ জানান গম্ভীর।
হেড কোচ আরও জানান, তার একজন পছন্দের মানুষ আছেন; তাকেই যেন সাপোর্ট স্টাফ বানানো হয়। গম্ভীরের সুপারিশকৃত ব্যক্তি হলেন- ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে দীর্ঘদিনের কোচ ও বর্তমান ভারতীয় ‘এ’ দলের হেড কোচ শিতাংসু কটক।
গম্ভীরের দুটি অনুরোধই রেখেছে বিসিসিআই। ভারতীয় দলের এই হেড কোচ পেয়ে গেছেন নিজের প্যানেলে পঞ্চম সহযোগী। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিতরাও পেয়ে গেলেন নতুন ব্যাটিং কোচ। বিসিসিআইয়ের নতুন পদক্ষেপে অনুমান করা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ব্যাটিংটাই করবে ভারত।
Advertisement
ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কটকের প্রথম অ্যাসাইনমেন্ট আগামী ২২ জানুয়ারি শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ক্যারিয়ারে কটক কখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তবে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ বছরেরও বেশি সময় ধরে খেলার অভিজ্ঞতা আছে এ বাঁহাতি ব্যাটারের।
২০১৩ সালে অবসর নেওয়ার পর ২০১৯ সাল পর্যন্ত ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ব্যাটিং কোচ ছিলেন কটক। ভিভি ল্যাক্সম্যান হেড কোচ থাকাকালীন তিনি পালন করেন সহকারীর দায়িত্ব।
কটককে নিয়োগের বিষয়ে গম্ভীরের অনুরোধ নিয়ে বিসিসিআইয়ের এক ঊর্ধ্বতম কর্মকর্তা বলেন, ‘(বোর্ডার-গাভাস্কার ট্রফির পর) রিভিউ মিটিংয়ে ব্যাটিং কোচ চেয়েছিলেন কোচ গম্ভীর। তারপর থেকে আলোচনা চলছিল এবং এখন কটককে সাপোর্ট স্টাফদের সাথে যুক্ত করা হবে।’
Advertisement
এমএইচ/জেআইএম