আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৬ জানুয়ারি ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

গাজায় যুদ্ধবিরতি ঘোষণায় ফিলিস্তিনিদের বাঁধভাঙা উচ্ছ্বাস

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের চুক্তি সম্পন্ন হওয়ার খবরে হাজারও ফিলিস্তিনি রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে মধ্যস্থতাকারী কাতার বুধবার (১৫ জানুয়ারি) এই চুক্তির ঘোষণা দেয়।

বিদায়ী ভাষণে রাজনৈতিক জীবনের ইতি টানলেন বাইডেন

যুক্তরাষ্ট্রে একটি ‘বিপজ্জনক’ ধনিকতন্ত্রের উদ্ভব হচ্ছে বলে সতর্ক করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৫ জানুয়ারি) নিজের বিদায়ী ভাষণে এই সতর্কবার্তা দিয়েছেন তিনি। এই ভাষণের মাধ্যমে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনেরও ইতি টানলেন এই ডেমোক্র্যাট নেতা।

যুদ্ধবিরতি চুক্তির পরেও ইসরায়েলের হামলা, ৭৩ ফিলিস্তিনি নিহত

গাজায় যুদ্ধবিরতির বিষয়ে চুক্তি হওয়ার পরেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ এই উপত্যকার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, গাজাজুড়ে এখনও হামলা চলছে। সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তির পরেও সেখানে ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধ হয়নি। এখন পর্যন্ত কমপক্ষে ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ২০ জন শিশু এবং ২৫ জন নারী। এছাড়া আহত হয়েছে আরও ২৩০ জনের বেশি মানুষ।

Advertisement

গাজাকে নিজের পায়ে দাঁড় করাতে সব করবে তুরস্ক: এরদোয়ান

এরদোয়ান বলেন, এই চুক্তি ফিলিস্তিনি ভাই-বোন ও পুরো অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথ উন্মুক্ত করবে। এক্সে দেওয়া পোস্টে এরদোয়ান আরও বলেন, হামাস ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানাই। তুরস্ক আগেও যেমন গাজার পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে ও গাজাকে তার নিজের পায়ে দাঁড়াবে সব ধরনের সহায়তা করবে।

এবার টিউলিপকে নিয়ে টিপ্পনি কাটলেন ট্রাম্প মিত্র ইলন মাস্ক

একটি পোস্ট শেয়ার করে মাস্ক লিখেছেন, যুক্তরাজ্যের শিশুকল্যাণের দায়িত্বে থাকা লেবার পার্টির মন্ত্রী নির্যাতনকারীদের সুরক্ষা দেন। আর তাদের দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই একজন দুর্নীতিবাজ।

ট্রাম্পের হুমকির জবাবে মার্কিন পণ্যে শুল্ক বসাবে কানাডা: ট্রুডো

মার্কিন প্রেসিডেন্ট (নির্বাচিত) ডোনাল্ড ট্রাম্প কানাডিয়ান পণ্য ও সেবার ওপর শুল্ক আরোপ করলে, কানাডাও মার্কিন আমদানির ওপর পাল্টা ব্যবস্থা নেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, মার্কিন প্রশাসন যদি শুল্ক আরোপ করতে থাকে, তাহলে কোনো কিছুই আলোচনার বাইরে থাকবে না। আমি ডলার-ফর-ডলার নীতি সমর্থন করি।

পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে পিটিআই নেতাদের ‌‌‌‌‌‌‌‌‌‌‌‘ইতিবাচক‌‌‌‌‌’ বৈঠক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের নেতা ব্যারিস্টার গহর সেনাপ্রধান অসিম মুনিরের সঙ্গে বৈঠক হওয়ার কথা জানিয়েছেন। এ সময় খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুরও উপস্থিত ছিলেন।

Advertisement

আদানিকে নাড়িয়ে দেওয়া হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হয়ে যাচ্ছে

বিশ্বজুড়ে আলোড়ন তোলা বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন এর প্রতিষ্ঠাতা নাথান অ্যান্ডারসন। তার প্রতিবেদনের কারণে ভারতের আদানি গ্রুপ ও যুক্তরাষ্ট্রের নিকোলার মতো প্রতিষ্ঠানগুলোর বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল এবং কর্তৃপক্ষকে তদন্ত করতে উদ্বুদ্ধ করেছিল।

টিকটক নিষিদ্ধের শঙ্কায় নতুন যে অ্যাপে মজেছেন মার্কিনিরা

টিকটকের ওপর নিষেধাজ্ঞার আশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে ব্যাপক আলোচনা। এ অবস্থায় অনেক টিকটক ব্যবহারকারী বিকল্প হিসেবে রেডনোট নামে একটি চীনা অ্যাপের দিকে ঝুঁকছেন। এরই মধ্যে অ্যাপল অ্যাপ স্টোরের ডাউনলোডের শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে রেডনোট।

ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে বয়সসীমা ঠিক করছে ইন্দোনেশিয়া

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সসীমা নির্ধারণ করতে যাচ্ছে ইন্দোনেশিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে শিশুদের সুরক্ষায় বয়সসীমা নির্ধারণের পদক্ষেপ নিচ্ছে ইন্দোনেশিয়া। সরকারের এমন পদক্ষেপের প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন দেশটির প্রাপ্তবয়স্ক নাগরিকরা।

এসএএইচ/জেআইএম