টেন মিনিট স্কুলের সিইও আইমান সাদিক বলেছেন, বেশিরভাগ মানুষ নিজের সমস্যা বুঝতে পারে না। তারা সিম্পটমকে সমস্যা মনে করেন। কোনো কারণে মন খারাপ হলে মূল সমস্যা মন খারাপ না; মূল সমস্যা অন্য জায়গায়। হতে পারে সিজিপিএ খারাপ হয়েছে অথবা প্রেজেন্টেশন ভালো হয়নি। এটা ছাড়াও আরও অনেক কারণ হতে পারে।
Advertisement
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্টেম বিভাগের (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত বিশেষ সেমিনারে এসব কথা বলেন আইমান সাদিক।
তিনি আরও বলেন, সমস্যা আর সিম্পটমকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে হবে। সমস্যা সমাধান করতে অবশ্যই সেটি দরকার। সমস্যা ও সমস্যার মূল লক্ষণ আইডেন্টিফাই করতে হবে। সিম্পটমগুলো ধরে ধরে সমস্যার সমাধান করতে হবে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আইপিই ক্লাবের আয়োজনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ বিশেষ সেমিনার।
Advertisement
সেমিনারে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক, আইসিটি উপদেষ্টার পলিসি উপদেষ্টা ও বিশিষ্ট লেখক ফয়েজ আহমদ তাইয়েব, এইচ অ্যান্ড এম থেকে শারমিন আখতার দিবা, লিন্ডে বাংলাদেশ থেকে উম্মে আফতাহাউনে মোহনা, এস্পায়ার টু ইনোভেট থেকে আফজাল হোসেন সরোয়ার ও আবদুল্লাহ আল ফাহিম এবং লাইটক্যাস্টল পার্টনার্স থেকে বিজন ইসলামসহ বিভিন্ন ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা আলোচনা করেন।
রাজশাহীর স্টেম ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা বিনামূল্যে রেজিস্ট্রেশন করে অংশ সেমিনারে নেন। এসময় উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিজনেস কেইস প্রতিযোগিতা ‘ক্র্যাকারজ্যাক ২.০’ এর উদ্বোধন করা হয়।
সেমিনারে এটুআই’র প্রধান প্রকল্প ব্যবস্থাপক আবদুল্লাহ আল ফাহিম বলেন, স্টেমে নারীরা অনেক পিছিয়ে। রিপোর্ট অনুযায়ী ১২ শতাংশ নারী ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত আছেন, এটি যথেষ্ট নয়। দেশের সব বিশ্ববিদ্যালয়ে শতভাগ ইনোভেশন হাব তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের অন্যতম কারণ ছিল রাষ্ট্রের নীতিনির্ধারকদের ছাত্র-জনতার পালস না বোঝা। জনগণ ও সরকারের সমন্বয় বাড়াতে আমরা ই-পার্টিসিপেশন তৈরি করেছি। রাষ্ট্রকাঠামো যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এর মাধ্যমে ছাত্র-জনতার মতামত নিতে পারবে।
Advertisement
টেন মিনিট স্কুলের সিইও আইমান সাদিক বলেন, বেশিরভাগ মানুষ নিজের সমস্যা বুঝতে পারে না। তারা সিম্পটমকে সমস্যা মনে করেন। যেমন, কোনো কারণে মন খারাপ হলে মূল সমস্যা মন খারাপ না; মূল সমস্যা অন্য জায়গায়। হতে পারে সিজিপিএ খারাপ হয়েছে অথবা প্রেজেন্টেশন ভালো হয়নি। এটা ছাড়াও আরও অনেক কারণ হতে পারে।
তিনি বলেন, সমস্যা আর সিম্পটমকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে হবে। সমস্যা সমাধান করতে অবশ্যই সেটি দরকার। সমস্যা ও সমস্যার মূল লক্ষণ আইডেন্টিফাই করতে হবে। সিম্পটমগুলো ধরে ধরে সমস্যার সমাধান করতে হবে।
মনির হোসেন মাহিন/এসআর/জেআইএম