জাতীয়

খাদ্য নিরাপত্তার নীতি উন্নয়নে কাজ করবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস

খাদ্যের অপচয় কমানো, খাদ্য নিরাপত্তায় ঝুঁকি হ্রাস এবং খাদ্য নিরাপত্তা ও নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করে এমন নীতি ও উদ্যোগের উন্নয়ন করতে চায় সরকার। এ লক্ষ্যে সমঝোতা স্মারক সই করেছে খাদ্য মন্ত্রণালয় এবং নেদারল্যান্ডসের কোমুভ ফাউন্ডেশন।

Advertisement

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সমঝোতা স্মারক সই হয়।

আরও পড়ুন ভ্যাট-ট্যাক্স বাড়ানোয় বড় আকারে ধাক্কা খাচ্ছে শিল্পখাত  বর্ধিত ভ্যাট প্রত্যাহার না হলে কারখানা বন্ধ করবেন ব্যবসায়ীরা 

কোমুভ ফাউন্ডেশনের ডিরেক্টর দুৎজেনবার্গ এবং খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমদ এ সমঝোতা স্মারকে সই করেন। এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয় যে কোমুভ ফাউন্ডেশনের সহায়তায় বাংলাদেশে খাদ্যের অপচয় কমানো সম্ভব। পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করে এমন নীতি ও উদ্যোগের উন্নয়ন করা সম্ভব হবে।

Advertisement

এনএইচ/কেএসআর/জিকেএস