ক্যাম্পাস

বায়ুদূষণ রোধে টাস্ক ফোর্স গঠন করা হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ুদূষণ রোধে ঢাকার সড়কসমূহের ডিভাইডারে শিগগির বৃক্ষরোপণ ও সবুজায়ন করা হবে। এছাড়া টাস্ক ফোর্স গঠন এবং টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যানের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

Advertisement

রোববার (১২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে বিজ্ঞান অনুষদ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে ‘এয়ার কোয়ালিটি রিসার্চ এন্ড এনভায়রনমেন্টাল পলিসি ডিসকাশন’ শীর্ষক দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই উপদেষ্টা বলেন, ঢাকার বায়ুদূষণের প্রভাবে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। বায়ুদূষণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। বায়ুদূষণ রোধে ঢাকার সড়কসমূহের ডিভাইডারে শিগগির বৃক্ষরোপণ ও সবুজায়ন করা হবে। এছাড়া টাস্ক ফোর্স গঠন এবং টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যানের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বায়ুদূষণ রোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করতে হবে এবং এক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে কাজ করতে হবে।

আরও পড়ুননিরাপদ খাদ্য-নির্মল বাতাসের জন্য ছাদ বাগানের বিকল্প নেই৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর সাতদিনের মধ্যে জানতে চান হাইকোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সম্মানিত অতিথির বক্তব্যে বলেন, পরিবেশ, মানবস্বাস্থ্য ও অর্থনীতির ওপর বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব দিন দিন বেড়ে চলেছে। এর প্রভাবে নানাবিধ মারাত্মক রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। অকালমৃত্যু ও শিশুমৃত্যুর হার বাড়ছে। মানুষের কর্মদক্ষতা ও কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে। বায়ুদূষণ রোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যৌথ সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে সেমিনারে যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেমস জে. শাওয়ার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তা অ্যামি ক্যাস অনুষ্ঠান সঞ্চালন করেন। সেমিনারে যুক্তরাষ্ট্রের সেইন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেনজামিন দে ফয়, কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জিলিয়াম বামগার্টনার ও মার্থা লি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক শহীদ উজ-জামান, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাহিদুল কাইউম, ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের প্রভাষক সামিহা নাহিয়ান এবং পরিবেশ অধিদপ্তরের বায়ুমান ব্যবস্থাপনা শাখার পরিচালক মো. জিয়াউল হক ঢাকা শহরের বায়ুর গুণগতমান ও বায়ুদূষণ বিষয়ক পৃথক পৃথক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

এমএইচএ/ইএ/জেআইএম

Advertisement