রাম চরণ ও কিয়ারা আদবাণী অভিনীত ‘গেমচেঞ্জার’ মুক্তি পেয়েছে ১০ জানুয়ারি। এই জুটি থাকায় সিনেমাটি নিয়ে সবার মনে বাড়তি আকর্ষণ ছিল। মুক্তির দুদিনে বক্স অফিসে ভালোই ব্যবসা করছে এটি।
Advertisement
‘গেম চেঞ্জার’ থেকে বাদ দেওয়া হয়েছে ‘না না হায় রা না’ একটি গান। কিন্তু শুটিংয়ে পরেও কেনো গানটি সিনেমা থেকে বাদ পড়ল, তা নিয়ে অনুরাগীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
শুটিং হওয়ার পরেও কেনো সিনেমা মুক্তির পরে গানটি দেখতে পেলেন না তারা, তা নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন তুলেছেন। ‘গেম চেঞ্জার’ টিমের পক্ষ থেকে থেকে অনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কেনো গানটি বাদ পড়েছে।
আরও পড়ুন এলো রাম চরণের ‘গেম চেঞ্জার’, ‘পুষ্পা-২’র টিকিট বিক্রিতে ভাটা বাহুবলীর নতুন সিনেমা স্থগিত‘না না হায় রা না’ হলো প্রথম ভারতীয় গান যেটি ক্যামেরার ইনফ্রারেড লেন্সে শুটিং করা হয়েছে। এ লেন্সের বিশেষত্ব হলো, এতে দৃশ্যপট আরও বেশি জীবন্ত বলে মনে হয়। তবে এ লেন্সে শুটিং করার কারণে গানটি সম্পাদনার সময় কিছু সমস্যা দেখা দেয়। গানটিকে তাই যথা সময়ে সিনেমায় রাখা যায়নি।
Advertisement
Everyone's favorite, #NaanaaHyraanaa | #Lyraanaa | #JaanaHairaanSa from #GameChanger has been edited out due to technical challenges encountered during the processing of infrared images in the initial prints. Rest assured, we are diligently working towards adding the song back… pic.twitter.com/N1mQO2GAG6
— Game Changer (@GameChangerOffl) January 9, 2025নির্মাতা এস শংকরের পক্ষ থেকে জানানো হয়েছে গানটি আপাতভাবে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে জানুয়ারির ১৪ তারিখের মধ্যে গানটি আবারও সিনেমায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করা হচ্ছে সম্পাদনার কাজ। যত তাড়াতাড়ি সম্ভব সিনেমার নতুন কপিতে গানটি ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেই জানিয়েছেন নির্মাতা।
অন্যদিকে প্রত্যেকেরই নজর রয়েছে এ সিনেমার বক্স অফিস কালেকশনের দিকে। তেলুগু ও হিন্দি ভাষার আয়কেই সিনেমাটির মূল আয় বলে ধরা হচ্ছে। শুক্রবার সিনেমাটির হিন্দি ভার্সন বক্স অফিসে ৭ কোটি রুপি রোজগার করেছে। তবে দ্বিতীয় দিনে হিন্দি ভাষায় এ সিনেমার আয় কিছুটা কমেছে। দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করেছে ৬.৬৫ কোটি রুপি। ২ দিনের মধ্য়ে রাম চরণ ও কিয়ারা আদবাণী অভিনীত এ সিনেমার হিন্দি ভার্সন থেকে আয় হয়েছে ১৩.৬৫ কোটি রুপি।
এমএমএফ/জিকেএস
Advertisement