বিনোদন

লস অ্যাঞ্জেলেসের দাবানলে সাবেক শিশু তারকার মৃত্যু

শিশুশিল্পী হিসেবে টেলিভিশন শোতে বেশ জনপ্রিয় ছিলেন ররি সাইকস। পরবর্তীতে তিনি মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী দাবানলে তার মৃত্যু হয়েছে। ররির মা শেলি সাইকস নিজে এই তথ্য জানিয়েছেন। ররি সাইকসের বয়স ছিল ৩২ বছর।

Advertisement

হলিউড রিপোর্টারের বরাতে জানা যায়, শেলি তার এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমি গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমার প্রিয় ছেলে @Rorysykes মালিবু অগ্নিকাণ্ডে গতকাল মারা গেছেন। আমি বিধ্বস্ত। সে বহু সার্জারি এবং থেরাপির মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিল এবং হাঁটতে শিখেছিল। দুর্ভোগের মধ্যেও ররি আফ্রিকা থেকে আন্টার্কটিকা পর্যন্ত বিশ্বের বিভিন্ন স্থান ভ্রমণ করতে উৎসাহী ছিল...’

ররি সাইকস ১৯৯২ সালের ২৯ জুলাই যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন। শিশু অবস্থায় অস্ট্রেলিয়ায় চলে যান। পরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করতে আসেন। শেলি জানিয়েছেন, মৃত্যুর আগের সময়টাতে তার ছেলে মালিবুর তাদের ১৭ একর জমির ‘মাউন্ট মালিবু টিভি স্টুডিও এস্টেট’-এ একটি কটেজে থাকতেন।

ররি সাইকস তার শৈশবকালীন সময়ে ১৯৯৮ সালে ব্রিটিশ টিভি শো ‘কিডি ক্যাপারস’-এ এবং ২০০৩ সালে অস্ট্রেলিয়ান শো ‘মর্নিংস উইথ কেরি-অ্যান’-এ উপস্থিত হয়ে বেশ জনপ্রিয় হন। তিনি পেশাদার মোটিভেশনাল স্পিকার এবং দানবীর হিসেবেও সুপরিচিত ছিলেন।

Advertisement

এই সপ্তাহে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস থেকে শুরু হওয়া অগ্নিকাণ্ডটি মালিবু এবং সান্তা মনিকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন হলিউডের অনেক তারকারা।

এলআইএ/এমএস