রাজনীতি

মিটফোর্ডে বর্বরতার দায় বিএনপিকেই নিতে হবে: ইসলামী আন্দোলন

মিটফোর্ডে বর্বরতার দায় বিএনপিকেই নিতে হবে: ইসলামী আন্দোলন

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ ঘটনার দায় ‘বিএনপি ও সরকারকেই বহন করতে হবে’ বলে দাবি করেছে দলটি।

Advertisement

শুক্রবার (১১ জুলাই) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, চকবাজারে যে বর্বরতা ঘটেছে তা আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। বিএনপির মধ্যে যে এ ধরনের বর্বরতা জন্ম নিয়েছে তার দায় তারা এড়াতে পারে না। এই নৃশংসতার দায় বিএনপিকেই বহন করতে হবে।

ইসলামী আন্দোলনের এই মুখপাত্র আরও বলেন, গত জুলাইয়ের পরে সারাদেশে নৃশংসতা ও বর্বরতার সঙ্গে বিএনপির নাম জড়িয়ে যাচ্ছে। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপির লোকেরাই করছে। শত শত খুনের ঘটনার সঙ্গে জড়িত বিএনপি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও পক্ষপাত সুস্পষ্ট। তারা চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বিএনপির অপরাধীদের বিরুদ্ধে আগাম কোনো ব্যবস্থা নেয় নাই। ফলে এমন নৃশংস হত্যাকাণ্ড দেখতে হলো জাতীকে।

Advertisement

বিএনপির এই বর্বরতা ও নৃশংসতা থাকলে আগামী নির্বাচন অসম্ভব হয়ে উঠবে বলে মন্তব্য করেন মাওলানা গাজী আতাউর রহমান।

বিবৃতিতে মিটফোর্ড হত্যাকাণ্ডসহ আরও সংগঠিত সব নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এমইউ/জেডএইচ/

Advertisement