ক্যাম্পাস

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: মধ্যরাতে ইডেন কলেজে বিক্ষোভ

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: মধ্যরাতে ইডেন কলেজে বিক্ষোভ

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে পাথর মেরে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় বিক্ষোভ করেছেন রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।

Advertisement

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১২টায় শিক্ষার্থীরা আবাসিক হল থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এসময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানান তারা।

শিক্ষার্থীরা এসময়- ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়ি দাও ‘, যুবদলের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও’, 'সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এদিকে মিটফোর্ডের এই হত্যাকাণ্ডের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে সারাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা কলেজসহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়েছে।

Advertisement

এনএস/জেডএইচ/