কারও মুখে মাস্ক, কারও মাথায় হেলমেট। সবারই মুখ ঢাকা। এমনই ১২ থেকে ১৫ জন দুর্বৃত্ত শুক্রবার রাতে রাজধানীর ‘মাল্টিপ্ল্যান সেন্টারের’ সামনের সড়কে দুই কম্পিউটার ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে।
Advertisement
পুলিশ বলছে, এ ঘটনায় মামলা করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি শনাক্তের কাজ চলমান। আশা করি আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পারবো।
রোববার (১২ জানুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, এক মাস আগে ওই মার্কেটে একটি নির্বাচন হয়। নির্বাচন সংশ্লিষ্ট বিরোধ তাদের মধ্যে আগে থেকেই ছিল।নির্বাচনের কারণে এ হামলার ঘটনা হতে পারে অথবা অন্য কোনো কারণেও হতে পারে। তবে আসামিদের না ধরা পর্যন্ত মূল বিষয়টা এখনই বলতে পারবো না। আমরা চেষ্টা করছি।
Advertisement
এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনের রাস্তায় দুই কম্পিউটার ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে অবস্থান করছিলেন কয়েকজন যুবক। সবার পরনে শীতের পোশাক এবং মুখে মাস্ক দিয়ে ঢাকা ছিল। ওই যুবকরা হঠাৎ করেই রামদা ও চাপাতি বের করে একটি গাড়িতে হামলা চালায়। এছাড়া গাড়ির বাইরে থাকা আরেকজনকে উপর্যুপরি কোপাতে শুরু করেন।
আরও পড়ুন মাস্ক-হেলমেট পরে কম্পিউটার ব্যবসায়ীদের কোপালো কারা?আহতরা হলেন- এলিফ্যান্ট রোড কম্পিউটার সোসাইটির যুগ্ম-সাধারণ সম্পাদক এহতেশামুল হক ও সভাপতি ওয়াহিদুল হাসান দিপু।
ব্যবসায়ীদের ধারণা, মার্কেটে আধিপত্য বিস্তার, দখল ও ব্যবসায়িক বিরোধ থেকে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির (ইসিএস) সহ-সভাপতি মো. নজরুল ইসলাম হাজারী বলেন, রাতে আমাদের একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে বের হওয়ার পরই অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা করে।
Advertisement
হামলাকারীদের বিচার চেয়ে শনিবার দুপুর থেকে মার্কেট বন্ধ রেখে প্রতিবাদ ও মানববন্ধন করেছে এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ীরা। তারা মার্কেটের সামনের রাস্তায় জড়ো হয়ে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এ প্রসঙ্গে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহসীন উদ্দিন বলেন, কে বা কারা কী কারণে হামলা করেছে সেটি জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
টিটি/এসআইটি/এমএস