জরুরি মেডিসিন সেবা নিশ্চিতে ফার্মেসি স্থাপনের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
Advertisement
রোববার (১২ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে এ সংক্রান্ত স্মারকলিপি দিয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, জরুরি মেডিসিন সেবা ও বাইসাইকেল-মোটর সাইকেল মেরামত করা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি মুহূর্তে মেডিসিন সেবা পেতে রাত বিরাতে শিক্ষার্থীদের দূরদূরান্তে যেতে হয়। টিউশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে সাইকেল এবং মোটর সাইকেল শিক্ষার্থীদের সবচেয়ে ব্যবহৃত যানবাহন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সাইকেল ও মোটর সাইকেল মেরামতের কোনো সুবিধা বিশ্ববিদ্যালয়ের ভেতরে নেই। তাই জরুরি ভিত্তিতে হলপাড়ায় এই দুইটি পরিষেবা স্থাপন করতে হবে।
এ সময় উপাচার্য শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত সমস্যার সমাধান করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
Advertisement
এমএইচএ/এসআইটি/জেআইএম