বহির্বিশ্বে বাংলাদেশ নিয়ে চলমান মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন ঠেকাতে কমিউনিটি সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ৩৬ জুলাই বিপ্লবের পরাজিত আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসররা পালিয়ে গিয়ে প্রপাগান্ডা চালাচ্ছে।
Advertisement
তিনি বলেন, ২৪ এর ছাত্র-গণ বিপ্লবের সমর্থক সব সাংবাদিককে এর বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে বিদেশে অবস্থানরত সাংবাদিকরা সেদেশের মূলধারার গণমাধ্যমগুলোতে সঠিক তথ্য তুলে ধরে অপপ্রচার মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
শুক্রবার সন্ধ্যায় ফ্রান্সে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম।
ফ্রান্সে জুলাই বিপ্লবের অংশীজন সাংবাদিকদের মধ্যে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্দেশ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
Advertisement
সিনিয়র সাংবাদিক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ফ্রান্স প্রতিনিধি মাহবুব হোসাইনের সঞ্চালনায় সভার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ।
আরও পড়ুন ভারতে বসে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: এ্যানি আওয়ামী লীগ সরকারের পতনের বাস্তবতা মেনে নিতে ভারত ব্যর্থসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল, বাংলা টেলিগ্রাম সম্পাদক শাহ সুহেল আহমেদ, সিনিয়র সাংবাদিক নাজমুল আহসান রাজু, এনটিভি ইউরোপের ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, টাইম টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি অনুক্ত কামরুল, সাংবাদিক মোমিন আনসারি, বাংলা ভিশনের ফ্রান্স প্রতিনিধি ইয়াছির আরাফাত খোকন, দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি মামুন মাহিন, সাংবাদিক তানভীর আহমেদ তোহা এবং দেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা একটি আন্তর্জাতিক মানের সাংবাদিক সংগঠন গড়ে তোলার বিষয়ে একমত হন।
ভার্চুয়ালি অংশ নিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফ্রান্স ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। ফরাসি মূলধারার গণমাধ্যমের সাথে স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সাংবাদিকরা সংযোগ তৈরি করে দেশের ভাবমূর্তি বাড়াতে ভূমিকা রাখতে পারেন।
Advertisement
নিজের দীর্ঘদিনের ফরাসি সংবাদমাধ্যম এএফপিতে সাংবাদিকতার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিশ্ব জনমত গঠনে ফরাসি সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেক্ষেত্রে ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশি সাংবাদিকরা মূলধারার সাংবাদিকদের তথ্য-উপাত্ত সরবরাহ করে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তকারীদের তথ্য সন্ত্রাস রুখে দেওয়ার অনুরোধ জানান।
মতবিনিময় সভায় বক্তব্যে সাংবাদিকরা বলেন, সাংবাদিক নামধারী কিছু ফ্যাসিবাদের দালাল ও স্বার্থান্বেষীর কারণে ফ্রান্সে সাংবাদিকদের অবস্থান অত্যন্ত নাজুক অবস্থায় পৌঁছাছে। কিছু সাংবাদিক নামধারী ইউটিউবার বাংলাদেশি কমিউনিটির কথিত বিত্তশালীদের দয়া-দাক্ষিণ্য নিয়ে সাংবাদিকতা পেশাকে চরম বিতর্কিত করে তুলেছে। সুস্থ ও সৃজনশীল সাংবাদিকতার মাধ্যমে অপসাংবাদিকতা রুখে দেওয়ার আহ্বান জানান তারা।
এসইউ/এমআরএম