মালয়েশিয়ায় ইয়ুথ হাব ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষু চিকিৎসা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায়, রাজধানী কুয়ালালামপুরের ক্যাফে স্টার কাবাবে চক্ষু চিকিৎসা সচেতনতা নিয়ে ‘বাংলা থেকে মালয়’ শীর্ষক আলোচনা সভা ও মিলনমেলার আয়োজন করে ইয়ুথ হাব ফাউন্ডেশন।
Advertisement
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চক্ষু-চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ইয়ুথ হাব ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সুমাইয়া জাফরিন চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন ইয়ুথ হাব ফাউন্ডেশনের মহাসচিব পাভেল সারওয়ার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গ্লুকোমা, ফ্যাকো ও ল্যাসিক বিভাগ কনসালট্যান্ট, ভিশন আই হসপিটালের মহাসচিব, বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি এবং বাংলাদেশ আই কেয়ার সোসাইটির নির্বাহী সদস্য চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান।
Advertisement
আলোচনায় উঠে আসে বাংলাদেশে চক্ষু চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি, প্রবাসীদের জন্য বাংলাদেশে উন্নতমানের চিকিৎসা সুবিধা গ্রহণের উপায় এবং চোখের যত্নের বিভিন্ন দিক। বক্তারা গ্লুকোমা নির্মূলে সচেতনতা বাড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ভিশন আই হসপিটালের কনসালট্যান্ট, এম. এইচ. শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ড. উম্মে কাওসার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়ুথ হাব ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী তারেক, ভাইস চেয়ারম্যান ড. তানিয়া ইসলাম এবং ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
এছাড়া মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন পেশার- চিকিৎসক, শিক্ষক, ব্যাংকার, ব্যবসায়ী, সাংবাদিক, আইটি ও ইঞ্জিনিয়ারিং পেশাজীবীসহ মোট ৬৫ জন অংশ নেন।
Advertisement
এমআরএম/এমএস