দেশজুড়ে

সরকার-বিএনপি বিপ্লবের চেতনা ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান

সরকার-বিএনপি বিপ্লবের চেতনা ধারণ করতে পারেনি বলে জানিয়েছেন সাবেক জ্বালানি উপদেষ্টা ও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

Advertisement

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহের টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন দেশ পেয়েছি। সে বিপ্লবের চেতনা সরকার ও বিএনপি ধারণ করতে পারেনি। সরকারের উচিৎ ছিল ক্ষমতায় বসার পর দেশে শুদ্ধি অভিযান করা। কিন্তু তা না করে হঠাৎ পণ্যের ওপর ভ্যাট বাড়িয়ে দিয়েছেন। সেটি বাড়ানোর আগে পরামর্শের প্রয়োজন ছিল।

তিনি বলেন, ২০১৩ সালে যারা শহীদ হয়েছিলেন আমরা অনেকে মনে করেছিলাম আন্দোলন বিফলে গেছে। কিন্তু না সেই আন্দোলনের বিজয় ২০২৪ সালে এসেছে। তাদের বিপ্লব সফল হয়েছে পরবর্তী প্রজন্মের মাধ্যমে। সেই আদর্শ ধারণ করে ১১ বছর পর শিক্ষার্থীদের মাধ্যমে ভারতের সাম্রাজ্যবাদের পতন হয়েছে।

Advertisement

মাহমুদুর রহমান বলেন, দেশ এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি। যারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদ হতে সহায়তা করেছিল তারা এখন আওয়ামী লীগের বদলে অন্য দলের ওপর সওয়ার হবে। তাদের প্রতিহত করতে হবে। আমাদের বিভাজনের রাজনীতিকে কবর দিতে হবে। তার উত্থান হতে দেওয়া যাবে না।

আস সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মুফতি মুহিববুল্লাহর সভাপতিত্বে এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও লুৎফর রহমান, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক মাওলানা আশরাফ মাহাদী, ড. আতিক মুজাহিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান মিন্টু/এমএস

Advertisement