বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচন আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে। শনিবার (১১ জানুয়ারি) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই দল-সম্মিলিত পরিষদ ও সম্মিলিত ফোরামের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির প্রশাসক আনোয়ার হোসেন।
Advertisement
এতে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, সাবেক সভাপতি এস এম ফজলুল হক, সাবেক সভাপতি আনোয়ার-উল-পারভেজ, সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এবং সম্মিলিত পরিষদ ও ফোরামের প্যানেল লিডাররা। বৈঠকে বিজিএমইএ এর গঠিত সহায়ক কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
সভায় স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিজিএমইএ এর প্রশাসক আনোয়ার হোসেন বলেন, দ্রুত নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে সবার সহযোগিতায় নির্বাচনের কাজ চলছে।
Advertisement
বৈঠকে সব পক্ষের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে ঘোষণা দেওয়া হয়- চলতি জানুয়ারির শেষ নাগাদ নির্বাচন পরিচালনা বোর্ড এবং এ সংক্রান্ত কমিটি গঠন করা হবে এবং আগামী এপ্রিল মাসের শেষ নাগাদ নির্বাচন কার্যক্রম সম্পন্ন হবে।
বৈঠকে পোশাক শিল্পের সমসাময়িক বিভিন্ন ইস্যু, বিশেষ করে চলমান জ্বালানি সংকট, ব্যাংক ও এনবিআর সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং শিল্পের জন্য করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে উপস্থিত সবাই অঙ্গীকার করেন যে, পোশাক শিল্পকে আরও এগিয়ে নেওয়ার জন্য জন্য তারা সবাই একসঙ্গে কাজ করবেন।
এমআইএইচএস/এমএস
Advertisement