বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে আবাহনী। সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়নরা শনিবার ৪-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।
Advertisement
মোহামেডানের কাছে হার ও ফর্টিস এফসির বিপক্ষে ড্র করে ৬ পয়েন্ট হারিয়েছে আবাহনী। টেবিলের দ্বিতীয় স্থানে থাকলেও মোহামেডানের চেয়ে পিছিয়ে ৬ পয়েন্টে।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আবাহনীর সহজ জয়ে জোড়া গোল করেছেন মোহাম্মদ ইব্রাহিম। অন্য দুই গোল করেছে এনামুল গাজী ও আসাদুল মোল্লা।
মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচে ইব্রাহিমের গোলে মোহামেডানকে হারিয়েছে আবাহনী। সেই ইব্রাহিম দলের পরের ম্যাচেই জোড়া গোল করে রাখলেন জয়ে বড় অবদান।
Advertisement
৪২ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন ইব্রাহিম। ৫২ মিনিটে এনামুল ইসলাম গাজী ব্যবধান দ্বিগুণ করেন। ৬৬ মিনিটে ইব্রাহিম নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করলে সহজ জয়ের দিকে এগিয়ে যায় আকাশি-নীলরা। আসাদুল মোল্লা ম্যাচের শেষ গোলটি করেন ৭১ মিনিটে।
চলতি লিগে চট্টগ্রাম আবাহনীর হারের মিছিল থামছেই না। এ নিয়ে টানা ৭ ম্যাচ হারলো শেষ মূহূর্তে দলবদল করা ক্লাবটি। পয়েন্টহীন চট্টগ্রাম আবাহনী টেবিলে সবার নিচে। ৭ ম্যাচে দলটি একটি মাত্র গোল করতে পেরেছে।
৭ রাউন্ড শেষে টেবিলের শীর্ষে মোহামেডানে, দুইয়ে আবাহনী, তিনে রহমতগঞ্জ, চারে ব্রাদার্স ও পাঁচে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
আরআই/এমএমআর/এমএস
Advertisement