চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হতে পারতো আজই। তামিম ইকবাল এরই মধ্যে পরিষ্কার করে দিয়েছেন, তিনি আর জাতীয় দলে ফিরছেন না। বাকি ছিল শুধু সাকিব আল হাসানের খেলা না খেলার বিষয়টি।
Advertisement
সাকিবের জন্য অপেক্ষায় ছিল বিসিবি। কেননা সাকিবের মতো অলরাউন্ডারকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পেতে চেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিসিবিও তার অন্তর্ভুক্তির কথা ভাবছিল।
কিন্তু বাগড়া বাঁধে সাকিব হঠাৎ বোলিং নিষেধাজ্ঞায় পড়ায়। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলতে গিয়ে বোলিং নিষেধাজ্ঞা পান সাকিব। এরপর বার্মিংহ্যামের লাফবোরোতে বোলিং টেস্ট দিয়ে পাস করতে পারেননি।
সেখান থেকে ভারতের চেন্নাইয়ে এসে দ্বিতীয়বার পরীক্ষা দেন সাকিব। সেই পরীক্ষার ফল এসেছে আজ (শনিবার)। দ্বিতীয় পরীক্ষায়ও অকৃতকার্য হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ফলে আইসিসির নিয়ম অনুযায়ী, বোলিং নিষেধাজ্ঞায় পড়েছেন সাকিব।
Advertisement
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল দিতে হবে ১২ জানুয়ারির মধ্যে। বিসিবি সেই দল ঘোষণা নিয়ে দোটানায়। সাকিব যেহেতু বোলিং নিষেধাজ্ঞা পেয়েছেন, তাকে শুধু ব্যাটার হিসেবে খেলানো হবে কি না তা নিয়ে আজ কয়েক দফা আলোচনা হয়েছে বলে বিসিবির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সেক্ষেত্রে বোর্ড পড়েছে বেকায়দায়। সাকিবকে এখনই বাতিলের খাতায়ও ফেলতে পারছে না, আবার এদিকে দল ঘোষণার জন্য খুব বেশি সময়ও হাতে নেই। তাই আলোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছাতেই হবে বোর্ডকে।
এআরবি/এমএমআর/এমএস
Advertisement