বান্দরবানের আলীকদম দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ ৫৮ মিয়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিরমুখ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় দালাল চক্রের পাঁচ সদস্যকেও আটক করা হয়।ৎ
Advertisement
আটক দালালরা হলেন, উপজেলার দক্ষিণ নয়াপাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), একই এলাকার মৃত মো. সোনা মিয়ার ছেলে জালাল উদ্দিন (২৭), বাজারপাড়া এলাকার মো. আব্দুর রহিমের ছেলে মো. নজরুল ইসলাম (৪০), চৈক্ষ্যং ইউপির আলী মেম্বার পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মো. আবু হুজাইফা (৩২) ও খুইল্যা চেয়ারম্যান পাড়া এলাকার মৃত আনু মিয়ার ছেলে মো. খোরশেদ আলম (৫৭)।
স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বুচিরমুখ এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় বাংলাদেশে অনুপ্রবেশকালে ১২ জন পুরুষ, ১০ জন মহিলা, ৩৭ শিশুসহ আটক করা হয়। এসময় পাঁচ দালালকে আটক করা হয়। একইসঙ্গে তাদের ব্যবহৃত একটি ডাম্প ট্রাক, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।ৎ
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, আটক মিয়ানমার নাগরিকদের পুশবেক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
এর আগে ২০২৪ সালের ১১ নভেম্বর আলীকদম উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর তিনটি পৃথক অভিযানে কুরুকপাতা ইউপির পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ কালে ৩১ শিশু ও ৫০ জন প্রাপ্ত বয়স্কসহ মোট ৮১ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছিল।
নয়ন চক্রবর্তী/আরএইচ/এমএস