শিক্ষা

এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের আয়োজনে অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো

মানসম্মত শিক্ষা ও পরবর্তীতে কাজের সুযোগ লাভে সারা বিশ্বের শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়ার রয়েছে ব্যাপক চাহিদা। বিশ্ব তালিকার শীর্ষ সারির অনেক বিশ্ববিদ্যালয়ের অবস্থানই চমৎকার আবহাওয়ার দেশ অস্ট্রেলিয়া।

Advertisement

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দেশটিতে উচ্চশিক্ষার অফুরন্ত সুযোগের বিষয়ে তুলে ধরতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ভিসা সফলতা অর্জনকারী ও ২৩ বছরের অভিজ্ঞ এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান- এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোড আয়োজন করে ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’।

রোববার (৫ জানুয়ারি) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এ এক্সপোতে অংশ নেয় অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত মোনাস, ম্যাককুয়েরি, এডিলেইড বিশ্ববিদ্যালয়সহ নামকরা ৩০টি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট। ওই এক্সপোতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাতের মাধ্যমে স্কলারশিপ প্রাপ্তি এবং অনস্পট অ্যাডমিশনের সুযোগ পায় শিক্ষার্থীরা।

এর আগে এক্সপোর উদ্বোধন করেন এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের প্রধান নির্বাহী মোহাম্মদ রাব্বানী হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক সাজ্জাদুর রহমান, মহাব্যবস্থাপক ফারহানা নাজরিনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। পড়াশোনা অবস্থায় শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির বিষয়টিও অনুষ্ঠানে তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

Advertisement

আয়োজকরা জানান, শিক্ষামেলা পরবর্তী সময়েও প্রতিষ্ঠানটির বনানী ও ধানমন্ডি কার্যালয় থেকে কোনো ধরনের ফি ছাড়াই বিনামূল্যে ভিসা সহযোগিতা ও ভর্তি সংক্রান্ত তথ্য জানতে পারবেন শিক্ষার্থীরা।

এএএইচ/এমএএইচ/