বলিউড বাদশা শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী নতুন বছরে মক্কা শরিফ গিয়েছেন! সঙ্গে ছিলেন তাদের বড় পুত্র আরিয়ান খান-এমন এটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রাম-ফেসবুক থেকে এক্স-এ ঝড়ের গতিতে ছবিটি ছড়িয়ে পড়েছে।
Advertisement
এই ছবি দেখে নেটিজেনরা মনে করছেন- তাহলে কি বিয়ের ৩৩ বছর ধর্ম পরিবর্তন করেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান? ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ছবিটি ভুয়া। শাহরুখ, গৌরী ও আরিয়ার আসলে ডিপফেকের শিকার।
ডিপফেক এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও-ছবি নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভীতি বাড়ছে। এর আগে আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, আমির খান, আলিয়া ভাট, রাশমিকা মান্দানা ডিপফেকের শিকার হয়েছেন। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ বিষয়ে উদ্বেগ জানিয়েছিলেন।
View this post on InstagramA post shared by Abdul Wajeed (@wtv_news_media)
Advertisement
ক্যারিয়ারের একেবারে শুরুতে গৌরীকে বিয়ে করেছিলেন শাহরুখ। পরিবারের অসম্মতিতে উঠতি নায়কের গলায় মালা দিয়েছিলেন গৌরী। বলিউডে যেখানে সম্পর্কের ভাঙা-গড়া খুবই স্বাভাবিক, সেখানে শাহরুখ-গৌরীর সংসার আজও অটুট রয়েছে। ২০০৫ সালে ‘কফি উইথ করণ’ শোয়ে গিয়ে নিজেদের সম্পর্কের রসায়ন নিয়ে গৌরী বিস্তারিত জানিয়েছেন।
এ শোয়ের উপস্থাপক করণ জোহরকে শাহরুখের স্ত্রী সেই সময় জানিয়েছিলেন, তাদের সম্পর্কে সবসময় একটা ভারসাম্য থাকে। স্বামী শাহরুখের ধর্মীয় বিশ্বাসকে তিনি সম্মান করেন। কিন্তু তার মানে এই নয় যে নিজে ধর্ম পরিবর্তন করে মুসলিম হবেন। এমন কাজে তিনি বিশ্বাসী নন।
আরও পড়ুন:
আল্লু অর্জুনের জামিন পেতে শাহরুখ খানের নাম এবার শাহরুখ খানকে হত্যার হুমকিপ্রত্যেক মানুষের নিজের বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের অধিকার রয়েছে। এক্ষেত্রে পারস্পরিক সম্মান থাকা দরকার। শাহরুখের তিন ছেলেমেয়েও এভাবেই বড় হয়েছে। আরিয়ান, সুহানা, আব্রাম যেমন ঈদ উদযাপন করে, তেমনই দিওয়ালির অনুষ্ঠানেও অংশ নেয়।
Advertisement
এমএমএফ/এমএস