জাতীয়

গাইবান্ধা-৪ আসনের সাবেক এমপি আজাদের বিরুদ্ধে মামলা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৭ জানুয়ারি) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

মামলার এজাহারে বলা হয়, আসামি দশম ও দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অবৈধভাবে ও জ্ঞাত আয় বহির্ভূত ৬ কোটি ১০ লাখ ৫ হাজার ৬৬৮ টাকার সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এছাড়া নিজ নামীয় ব্যক্তিগত ও ব্যবসায়িক ৭টি হিসাবের মাধ্যমে ২০ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ৮২ টাকা জমা ও ২০ কোটি ৩৬ লাখ ৬৩ হাজার ৯০৩ টাকা উত্তোলনসহ প্রায় ৪১ কোটি টাকা লেনদেন করেছেন। এজাহারে বলা হয়, ওই টাকা তিনি সংসদ সদস্য থাকাকালীন সময়ে ঘুস ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জন করেছেন।

আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Advertisement

এজাহারে আরও বলা হয়, আসামির স্ত্রী রুহুল আরা রহিমের উৎসবিহীন ৫০ লাখ ৯৯ হাজার ৫৭৪ টাকার সম্পদ পাওয়া যায়। যার বৈধ ও গ্রহণযোগ্য কোনো উৎস পাওয়া যায়নি। তার অর্জিত সম্পদের উৎসগুলো সঠিকতা বা যথার্থতা পুঙ্খানুপুঙ্খভাবে নিরূপনের জন্য তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন করা হয়েছে।

এসএম/এমকেআর/এএসএম