বলিউডের নামি নির্মাতা ইমতিয়াজ আলি। তার পরবর্তী সিনেমা ‘ইডিয়টস অফ ইস্তানবুল’। রোমান্টিক গল্পের এ ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে। তার জুটি হয়ে অভিনয় করবেন হালের ক্রাশ তৃপ্তি দিমরি।
Advertisement
সিনেমাটি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে গুঞ্জন রয়েছে এই রোমান্টিক কমেডি দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল। তার সঙ্গে রোমান্স করবেন তৃপ্তি।
মলায়ালাম সিনেমায় ফাহাদের অসাধারণ পারফরম্যান্স মুগ্ধ করে যায় দর্শককে। সম্প্রতি ‘পুষ্পা ২: দ্য রুল’ এবং ‘আবেশম’- এর মতো প্যান-ইন্ডিয়া সিনেমায় কাজ করে তিনি সবার মনে নতুন করে দোলা দিয়েছেন। বিশেষ করে ‘পুষ্পা ২’ সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে ভিলেন চরিত্রে দারুণ অভিনয় করেছেন ফাহাদ।
আর তৃপ্তি দিমরি একের পর এক বৈচিত্রময় চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করে যাচ্ছেন। ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে তার বোল্ড উপস্থিতি দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছিল। তবে তার অভিনয় নিয়ে এসেছে প্রশংসা। এরপর আরও কিছু সিনেমাতে নিজের অভিনয়ের জাত চিনিয়েছেন তিনি।
Advertisement
এবার দুই তারকা ফাহাদ ও তৃপ্তিকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ‘জাব উই মেট’, ‘ককটেল’খ্যাত ইমতিয়া আলী।
একটি সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, ইমতিয়াজ আলি তার পুরনো স্টাইল থেকে বেরিয়ে রোমান্টিক কমেডি সিনেমা তৈরি করার কথা ভাবছেন। ছবির গল্পে দেখা যাবে দুই প্রধান চরিত্র তুরস্কের ইস্তানবুল শহর ভ্রমণে বের হয়। সেই যাত্রায় নানা মজার ঘটনা ঘটবে।
ছবিটির জন্য ইমতিয়াজ ফাহাদ ফাসিলের মতো শক্তিশালী অভিনেতাকে বেছে নিয়েছেন। সেইসঙ্গে এই প্রজন্মের ক্রাশ তৃপ্তিকে তিনি নির্বাচন করেছেন মিষ্টি রোমান্টিক নারী চরিত্রের জন্য।
ছবিটির শুটিং শেষ হবে মাত্র তিন মাসের মধ্যে। আগামী বছরে এর কাজ শুরু হবে।
Advertisement
এলএ/এএসএম