অপেক্ষার পালা কাটিয়ে প্রকাশ পেতে যাচ্ছে সময়ের জনপ্রিয় দুই সংগীত তারকা ইমরান মাহমুদুল ও পড়শীর নতুন দ্বৈত গান। এ গানের শিরোনাম ‘কথা একটাই’। বেশ কয়েক মাস আগে এটি তৈরি হয়েছিল। আজ বিকেলে পড়শীর নিজস্ব ইউটিউব চ্যানেল গানটি প্রকাশ হতে যাচ্ছে।
Advertisement
ইমরান ও পড়শী’র বেশকিছু জনপ্রিয় গান রয়েছে। যারমধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ‘জনম জনম’, ‘এক দেখায়’, ‘দ্বিতীয় জীবন’, ‘আবদার’, ‘বলে দাও’, ‘যতনে রেখেছি তোমায়’, ‘হৃদয়ের গহীনে’। সেই তালিকিায় ‘কথা একটাই’ যোগ হবে বলে প্রত্যাশা করছে দুই তারকাই।
এ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। গেল ১ ও ২ নভেম্বর ঢাকার অদূরে পানাম সিটি, বিএফডিসি এবং রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা সৈকত রেজা।
এই নতুন গান নিয়ে ইমরান বলেন, ‘পড়শীর সঙ্গে গান করে সবসময়ই শ্রোতা-দর্শকের কাছ থেকে সাড়া পেয়েছি। অনেকদিন পর আমরা আবার একসঙ্গে গান করেছি। প্রত্যাশা তো অনেক। দেখা যাক কতটুকু সাফল্য পাই। তবে আমার বিশ্বাস এই গানটি সবার মন ভরাবে।’ আশাবাদী পড়শীও। তিনি বলেন, ‘ইমরান ভাই এবং আমি যতোগুলো গান গেয়েছি বলা যায় প্রত্যেকটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এটাই নতুন গানটির সাফল্যের জন্য প্রেরণা। অনেক চমৎকার কথার সঙ্গে শ্রুতিমধুর সুর ও সংগীতায়োজন হয়েছে এই গানে। আমার বিশ্বাস, নতুন গানটি সবার প্রিয় হয়ে উঠবে।’
Advertisement
এলএ/জিকেএস