তোমাতেই অবকাশ খুঁজে ফিরি
Advertisement
স্বপ্ন আর বিস্মৃতিরা চিরদিন জেগে থাকেমরে না, পচে না খুলে দাও, খুলে দাও, মন ও মননের সুক্ষ্ম সুক্ষ্ম দরজা আর জানালা
হৃদয়ভাঙার ভাঙনে কতকিছুই বদলে যায় সময়ের বিরতিতে কতকিছুই হারিয়ে যায়
বিচ্ছেদ জমিয়ে মানুষ শুধু অট্টালিকার পাহাড় গড়েঅথচ একটিও কেনার সামর্থ আজও হলো নাআজব! হয়তো আজ আমি পানিহীন মহাতরঙ্গের কোনো জলসাগরের কথা ভাবছি, ধীরে ধীরে তোমাকেই ভালোবাসছি; বদলে যেতে যেতে হারিয়ে ফেলার হারানোর ফুরসতে
Advertisement
শুধুমাত্র তোমাতেই আমি অবকাশ খুঁজে ফিরি
****
অবদমনের কালে
আমার দেশের প্রতি আমার যে চিন্তার বীজ ব্যাপ্ত হয়েছেসে চিন্তাভাবনা কি আমাদের জন্যে;আমাদের ধারণার বৃত্তের মধ্যে?কোনো ধোঁয়াওঠা চায়ের কাপে ঠোঁট রেখে ভাবছে ভাবুক।
Advertisement
আমার মাটির মানুষের নির্ভেজাল জীবন দানেইআমার সোজা হাঁটার ইচ্ছেটা ছিলআমাদের পরান গহীনে।কেউ প্রত্যুত্তোরে শুধুমাত্র অট্টহাসি হাসলো।
কিন্তু প্যারালাইজড হয়েই ছুটছি আমি যেন অনন্তঘুমে। সাথে কিছুটা অবাকই হয়েছি, বাঁচার তাগিদে আমার দেশের প্রতি, মরণের সাথে পাঞ্জাটুকু লড়ে।
আমার দেশের মানুষ অসুস্থ এক প্রতিযোগিতার মধ্যদৌড়ের পাল্লা দিয়ে ছুটে চলেছি কাঁচা বয়সেই জনসিনার মতো কুস্তিগিরির পথেআমি হয়েছি আলীর মতো শৌর্যবীর্য বীজ।
অথচ সকল শৌর্য আজ হারিয়েই ফেলেছি আমি;কিন্তু জানো? ছাউনিবিহীন কোনো ঘর যেন তোমারউন্মুক্ত ঘরে ঘূর্ণায়মান, অদৃশ্য বজ্রপাতে বিনষ্ট।
তবু কমতি নেই সেখানে চাটুকারের লেবাসউচ্ছনে গেছে অবেলা, স্বদেশপ্রেমের মানে জানা নেই।আমার আমিকে গুরুত্ব দিইনি, অন্যকেই কতটুকু! তবে বুঝবে হৃদয়ের একটা উদ্ভট লেনাদেনা চলছে... আত্মার সাথে আত্মার আর হৃদয়ের সাথে হৃদয়ের দেশের সাথে মাটির: মাটির সাথে মা, মাটি ও মানুষের
****
কবিতা নিলামে ওঠে
মনে হয় এই তো সেদিন যখন তুমি সবে তেরো বয়সী বিলিয়ন মিলিয়ন স্বপ্ন ধুয়ে আমি একটিমাত্র স্বপ্ন বুনেছি।
লক্ষ-কোটি বুদ্ধিসুদ্ধি পেঁচিয়ে পেঁচিয়ে কী ভেবেছিলাম বুঝি টালমাটাল পরিস্থিতির দোলাচালেই নেচেছিলাম তোমার চাওয়ার স্রোতের কোনো শুকনো পাতা হয়েই ভেসেছিলামতুমি কি টের পাওনি কিছুই, আমি ডুবতে চেয়েছিলাম...
ডুবতে পারবো কি না মোটেও জানি না, তবে জানিডোবানোর সমস্তটাই তোমার কাছে, যেমনটা তুমি চাওতাই নিলামে তুললাম একটি কবিতা, দাবিদার তুমি...তোমার অনন্ত গভীরের রহস্যময়তার নিগূঢ়তম ভাঁজে।
এসইউ/জিকেএস