সাহিত্য

তোমার কোথাও নেই এবং অন্যান্য

তোমার কোথাও নেই

আমি তোমার কোথাও নেইনেই কোথাও এক ফোঁটাওশ্রাবণ রাতে লেপ্টে থাকা;মনের কাঁথায়—শিশির ভেজা—শিশির ফোটায় ছুঁয়ে থাকা;পায়ের আঙুল!চোখের পাতায় জমে থাকামিষ্টি রাতের,স্বপ্নে মাখা—দারুণ কথায়!আমি তোমার কোথাও নেইনেই কোথাও এক বিন্দুও!

Advertisement

তোমার চুলের ঘ্রাণে ওড়া—আগুন ফাগুন! ইচ্ছে করে ছুঁয়ে দেওয়াহাতের কাঁকনবৃষ্টি ভেজা ওষ্ঠে ঝোলাভীষণ আবেগ—শাড়ির ভাঁজে লেপ্টে থাকাবুকের কাঁকন;আমি তোমার কোথাও নেইনেই কোথাও এক রত্তিও!

একলা রাতে জেগে থাকাএকলা আমি!মনের ছায়ায় মুখ লুকানোচোখের জলে—স্নানের জলেখেই হারানো রূপের পিদিম;রাত দুপুরে পাগল পারাসোহাগ আদর;আমি তোমার কোথাও নেই নেই কোথাও এক বিন্দুও!

****

Advertisement

এক ফোঁটা তুমি

বৃষ্টিস্নাত এই প্রভাতেতোমাকে ভেবে-ভেবে;জাগতিক কোলাহল যেন দাঁড়ায় থমকে!প্রজাপতি মন ডানা মেলেপাড়ি জমায় বুঝি নীল আকাশে;সাদা তুলোর মতো মেঘেভেসে বেড়ায় ধবল বকদূর থেকে ভেসে আসে শেয়ালের হাঁকমাছরাঙা ডানা মেলে ওড়েবশিয়ার খালেএই বুঝি আসলে তুমি!হাতে চকচকে মেহেদি।

চাল-চুলোহীন এই সমাজেনুন আনতে পান্তা ফুরানোজাগতিক কোলাহলে;হিসেবের খাতাআজন্ম দেনা-পাওনা বেড়েছে দিনে-দিনে;মাসে-মাসে, বছরে-বছরে মুক্তির নেশায় শৃঙ্খলিত জাতিখুঁজে বেড়ায় আজিনিষ্কণ্টক এক টুকরো ভূমি।

এই বুঝি উঁকি দেবে!চোখে চোখ রাখবেবর্ষার আকাশে এক চিলতে রোদে মাখাসরস ঝকঝকে তুমিতোমাকে ছুঁতে চায় গরিব কৃষকতোমাকে আগলে বাঁচে প্রৌঢ় বিবেকছাত্র সমাজ, মেহনতি মানুষ তোমাকে খুঁজে বেড়ায় পাহাড়ে, সমতলেএক ফোঁটা, এক মুঠো স্বাধীনতা তুমি!

****

Advertisement

তোমাকে ভোলাতে চায়

একটু আদর, নিশ্চুপ চোখ অপলক চেয়ে থাকা রোদেলা দুপুর ঝাউবনে ভেসে আসা বেদনা বিধুরনির্বাক শ্রোতা হয়ে চেয়ে থাকা ভোরপারলে কি ভুলে যেতে এলেবেলে মনযেভাবে চেয়েছো যে পোড়া ফাল্গুনতারপর মাছরাঙা উড়েছে সময়পুড়ে পুড়ে ভালোবাসা পুড়ে পুড়ে ক্ষয়।

দিয়েছিলে না-পাওয়া আজন্ম বাসনাকামুক দৃষ্টিতে শকুনির থাবাথামেনি এখনো শেয়ালের হাঁকরাত-বিরেতে কাকের ঝাঁক।তোমাকে ভোলাতে চায় পিশাচের ছকেগল্প কবিতা আর কথার ছলে।

এসইউ/জেআইএম