রাজধানীর যাত্রাবাড়ীর ধনিয়া কলেজের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইসরাত জাহান করবী (২৩) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুন) রাত ১০টার দিকে এই দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইসরাত জাহান বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
Advertisement
শনিবার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ নেওয়াজ বলেন, শুক্রবার রাত ১০টার দিকে বন্ধু রাব্বির সঙ্গে মোটরসাইকেলযোগে কোনাপাড়া থেকে ঢাকায় আসার পথে ধনিয়া কলেজে সামনে দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ইসরাত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, ইসরাত সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দলুইপুর সরদারপাড়া এলাকার আব্দুর রশিদের মেয়ে। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় ঘাতক ট্রাককে জব্দ করা হয়েছে একই সঙ্গে ও চালক মোহাম্মদ মাসুদ মিয়াকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
Advertisement
কাজী আল আমিন/এমআইএইচএস/এএসএম