জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটের ৪২তম অধিবেশনে অংশ নিতে যান আওয়ামীপন্থি তিন সিনেটর। এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। পরে তাদের তোপের মুখে ওই তিন সিনেটর হল থেকে বিদায় নেন।
Advertisement
শনিবার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টায় সিনেট হল থেকে বেরিয়ে যান তারা। এর আগে দুপুর আড়াইটা থেকেই আওয়ামীপন্থিদের আগমনের খবর পেয়ে সিনেট ভবনের সামনে অবস্থান নেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও প্ল্যাটফর্মের নেতাকর্মীরা।
এই তিন সিনেটর হলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক নিগার সুলতানা, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মো. শফিক-উর-রহমান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. যুগল কৃষ্ণ দাস।
সরেজমিনে দেখা যায়, বিকেল ৩টা থেকে অধিবেশন শুরুর কথা থাকলেও কোরাম পূরণ হতে দেরি হওয়ায় অধিবেশন শুরু হতে দেরি হচ্ছিল। এরই মধ্যে সিনেট হলে অবস্থান নেন আওয়ামীপন্থি এই তিন সিনেটর। জানতে পেরে ভবনের নিচ থেকে বিভিন্ন স্লোগান দিতে দিতে তিন তলায় সিনেট কক্ষের সামনে যান বিক্ষোভকারীরা। পরে তাদের তোপের মুখে বিদায় নেন তিন সিনেটর।
Advertisement
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আহসান লাবীব বলেন, বিশ্ববিদ্যালয়ের সিনেট মিটিংয়ের মতো গুরুত্বপূর্ণ সভায় আওয়ামী দোসরদের আমন্ত্রণ জানানো হয়েছে, যা জুলাইয়ের রক্ত ও শহীদদের প্রতি অপমানজনক।
বিক্ষোভে শাখা ছাত্রদল, ছাত্রশিবির, বাগছাস, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন, আধিপত্যবাদবিরোধী মঞ্চসহ অনেক সংগঠন ও প্ল্যাটফর্মের নেতাকর্মীরা অংশ নেন।
এরপর কোরাম পূরণের পর বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৪২তম সিনেট অধিবেশন শুরু হয়।
সৈকত ইসলাম/জেডএইচ/জেআইএম
Advertisement