তথ্যপ্রযুক্তি

গাড়ি থেকে কাদা ও রঙের দাগ পরিষ্কার করবেন যেভাবে

গাড়ি কেনার চেয়ে বোধহয় গাড়ির যত্ন করাটা কঠিন বেশি। গাড়ি চালাতে গেলে রাস্তার ধুলা-বালি, কাদা গাড়িতে লাগবেই। মাঝে মাঝে বিভিন্ন দেয়ালের রং, কিংবা বিভিন্ন কিছুর রং লেগে যায়। চলুন জেনে নেওয়া যাক কীভাবে আপনার শখের গাড়ি থেকে কাদা ও রঙের দাগ পরিষ্কার করবেন-

Advertisement

১. সাবান পানিপ্রথমে গাড়ির যে অংশে রং, কাদামাটি লেগেছে, সেই জায়গাটা সাবান পানিতে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এতে দাগ খানিক হালকা হতে পারে। তারপর একটা নরম কাপড় দিয়ে দাগের জায়গাটা মুছে দিন। ভুলেও ব্রাশ বা শক্ত কিছু ব্যবহার করা যাবে না, এতে গাড়িতে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা বেড়ে যায়।

আরও পড়ুন

১ লিটার তেলে ১৮ কিলোমিটার চলবে এই গাড়ি

২. ওয়াক্সিং করিয়ে নিতে পারেনসাবান পানিতে ভিজিয়ে নেওয়া জায়গাটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর কাপড় দিয়ে ভালোভাবে মুছতে হবে। ধোয়া হয়ে গেলে মোম বা কোনো পলিশ দিয়ে ওয়াক্সিং করালে গাড়ির যে জায়গায় দাগ লেগেছিল সেখানটায় আবার কোনো দাগ লাগার সম্ভাবনা এড়ান যায়। তাছাড়া রোদের তাপ, হাওয়া-ধুলো থেকেও বাঁচান যায় ঐ অংশটাকে।

Advertisement

আরও পড়ুন

নেক্সন, সাফারি ও হ্যারিয়ারের ডার্ক এডিশন আনলো টাটা

সূত্র: অটোকার ইন্ডিয়া

কেএসকে/জেআইএম

Advertisement