দেশজুড়ে

শিশুকে যৌন নির্যাতন, যুবকের যাবজ্জীবন

শিশুকে যৌন নির্যাতন, যুবকের যাবজ্জীবন

বান্দরবানে তিন বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অপরাধে মো. নজরুল ইসলাম (২৯) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

মঙ্গলবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় বান্দরবানের জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়েশা এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. নজরুল ইসলাম প্রকাশ বেচু (২৯) লামা উপজেলার চেয়ারম্যান পাড়া গ্রামের জিয়াবুল হকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ মার্চ বান্দরবানের লামা পৌরসভা তিন বছরের এক মেয়ে শিশুকে ঘরে ডেকে নিয়ে নির্যাতন করেন। ঘটনার সময় শিশুর দাদী ঘরের অন্য কাজে ব্যস্ত ছিলেন। নাতনির কান্নার শব্দ শুনে তিনি ছুটে গেলে শিশুটি ঘটনার বিবরণ দেয়।

Advertisement

এসময় অভিযুক্ত বেচু দৌড়ে পালিয়ে যান। পরদিন শিশুর বাবা চট্টগ্রাম থেকে বাড়ি ফিরে ঘটনাটি জানার পর এলাকাবাসীর সহায়তায় লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে এ রায় দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইসমাইল বলেন, অভিযোগ আদালতে প্রমাণ হওয়ায় যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

নয়ন চক্রবর্তী/জেডএইচ/এমএস

Advertisement