অর্থনীতি

আর্থিক ব্যবস্থাপনা ও কর্মপরিকল্পনা নিয়ে প্রথম সম্মেলন করলো বেপজা

আর্থিক ব্যবস্থাপনা ও কর্মপরিকল্পনা নিয়ে প্রথম সম্মেলন করলো বেপজা

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আর্থিক ব্যবস্থাপনা, চ্যালেঞ্জ, অর্জন, উদ্ভাবনী কৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজিত বার্ষিক আর্থিক সম্মেলন শেষ হয়েছে।

Advertisement

বেপজা নির্বাহী দপ্তরে অনুষ্ঠিত দুদিনব্যাপী (৭-৮ জুলাই) এ সম্মেলনে বেপজাকে একটি বিনিয়োগবান্ধব, আর্থিকভাবে সুদৃঢ় ও গতিশীল সংস্থা হিসেবে গড়ে তোলার সম্ভাব্য কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়।

সম্মেলনের উদ্বোধন করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক।

সম্মেলনের প্রথম দিনে বেপজার আটটি ইপিজেড ও বেপজা অর্থনৈতিক অঞ্চলের হিসাব বিভাগের প্রধানরা মাঠপর্যায়ে তাদের কাজের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হন, সেগুলো তুলে ধরেন। পরে বেপজার প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ‘বেপজার আর্থিক সক্ষমতা ও চ্যালেঞ্জ’ বিষয়ে উপস্থাপনা দেন। নির্বাহী পরিচালক (নিরীক্ষা) খন্দকার তারিকুল ইসলাম ‘অডিট উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কৌশল’ বিষয়ে আলোচনা উপস্থাপন করেন।

Advertisement

সম্মেলনের এক বিশেষ আকর্ষণ ছিল সোনালী ব্যাংক চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরীর অন্তর্দৃষ্টিপূর্ণ উপস্থাপনা। তিনি সাবেক অর্থ সচিব ও সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হিসেবে প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধিতে নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনায় জবাবদিহি ও সাংবিধানিক বাধ্যবাধকতা বিষয়ে আলোকপাত করেন।

দ্বিতীয় দিনে সদস্য (অর্থ) ‘বেপজার ভবিষ্যৎ অর্থনৈতিক পথপরিক্রমা ও কৌশলগত বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক উপস্থাপনায় বেপজার আর্থিক কাঠামো শক্তিশালীকরণের বিভিন্ন কৌশল তুলে ধরেন।

এদিন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ‘কর-জিডিপি অনুপাত এবং বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা’ বিষয়ক আলোচনায় বলেন, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি পেলে দেশে বিনিয়োগ সম্ভাবনার ক্ষেত্র সম্প্রসারিত হবে।

তিনি ব্যবসা সহজীকরণে এনবিআরের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement

সমাপনী বক্তব্যে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, এই সম্মেলনে উপস্থাপিত বিষয়সমূহ এবং প্রাপ্ত সুপারিশ বেপজার নীতিমালা ও বাজেট কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং একটি আধুনিক, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলায় কার্যকর ভূমিকা রাখবে।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর, সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেনসহ বেপজা নির্বাহী দপ্তর এবং জোনসমূহের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালকরাসহ বেপজার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সম্মেলনে অংশ নেন।

বিএ/এএসএম