দেশজুড়ে

নিখোঁজ পাইলট ও কো-পাইলটের মরদেহ উদ্ধার

কক্সবাজারে বঙ্গোপসাগরে বিধ্বস্ত কার্গো বিমানের নিখোঁজ পাইলট ও কো-পাইলটের মরদেহের সন্ধান পাওয়া গেছে। বুধবার বিকেল ৩টার দিকে সোনাদিয়া এলাকায় সাগরের নিচে বিমানের ধ্বংস স্তূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।কক্সবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক জসীম উদ্দীন জানান, বিধ্বস্ত বিমানটি সবার সমন্বিত চেষ্টায় কূলে আনা সম্ভব হয়েছে। বিমানের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ দুইজনের মরদেহ। আরোহীরা সবাই ইউক্রেনের বাসিন্দা বলে জানা গেছে।সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, বিমানটি বিধ্বস্ত হবার সময় পাইলটসহ চারজন ছিল বলে জানতে পেরেছি। তাদের মাঝ থেকে দুইজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা গেলেও দুইজন নিখোঁজ ছিলেন। পরে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, সকালে নাজিরাটেক সমুদ্র পয়েন্টে চার পাইলটসহ বেসরকারি এক এয়ারকার্গো বিধ্বস্ত হয়। সে সময় সাগরে ভাসমান অবস্থায় দুইজনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের কক্সবাজার হাসপাতালে নেয়ার পর সেখানে ফ্লাইট ইঞ্জিনিয়ার কুলিশ নোলরীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সায়ীদ আলমগীর/এআরএ/এবিএস

Advertisement