রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক, অবস্থান কর্মসূচি স্থগিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিকে, এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ২৫ ফেব্রুয়ারির অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে দলটি।

Advertisement

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে পৃথক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দলটি।

অবস্থান কর্মসূচি স্থগিতের বিষয়ে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‌‘দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে জামায়াতে ইসলামী ঘোষিত ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।

এছাড়া জামায়াতে ইসলামীর সিনিয়র নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সম্মানিত জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার কর্মসূচিও আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন।

Advertisement

আরেক বিবৃতিতে জানানো হয়, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় জামায়াতের আমিরের সঙ্গে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের উপস্থিত ছিলেন।

এএএম/এমএএইচ/

Advertisement