অর্থনীতি

আর্থিক খাতের সংকট উত্তরণে টাস্কফোর্সের সুপারিশ

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর ভঙ্গুর অর্থনীতি নিয়ে ক্ষমতাগ্রহণ করে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অর্থনৈতিক সংকট কাটাতে সংস্কার কমিশন গঠন এবং টাস্কফোর্স গঠনের মাধ্যমে বিভিন্ন সুপারিশ নেয় উপদেষ্টা পরিষদ।

Advertisement

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ বৈঠকে বিভিন্ন খাতের সুপারিশ তুলে ধরা হয়।

আর্থিক খাতের সংকট থেকে উত্তরণে বিভিন্ন সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য হলো:বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য একক ঋণগ্রহীতার এক্সপোজার সীমা কঠোরভাবে প্রয়োগ, প্রকৃত ঝুঁকি বিবেচনায় ঋণ দেওয়ার ক্ষেত্রে কঠোরভাবে নিশ্চিতকরণ, বেসেল-৩ এর বিধিবিধান প্রতিপালনে অক্ষম সমস্যা জর্জরিত ব্যাংকগুলোর অবস্থা উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেওয়া, বাণিজ্যিক ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট শক্তিশালীকরণ ও কার্যকর অভ্যন্তরীণ নিরীক্ষা নিশ্চিত, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে আরও শক্তিশালীকরণ, আমানতদারীদের অর্থে সুরক্ষা নিশ্চিত, ব্যাংক কোম্পানি আইনগুলো আর্থিক খাত সংশ্লিষ্ট অন্যান্য আইনের প্রয়োজনীয় সংস্কার।

গুরুত্বপূর্ণ এ বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও বিডার চিফ এক্সিকিউটিভ অফিসার আশিক চৌধুরী ছিলেন।

Advertisement

এমউউ/এমএএইচ/